You are currently viewing মহাভারতের ১২ জন শিশু অভিনেতার আসল পরিচয় || [Then and Now] 12 Young Actors of Mahabharat

মহাভারতের ১২ জন শিশু অভিনেতার আসল পরিচয় || [Then and Now] 12 Young Actors of Mahabharat

বর্তমান প্রজন্মের কাছে ২০১৩ সালে স্টার প্লাস নেটয়ার্কে প্রচারিত মহাভারত সিরিয়ালটি একটি আবগের নাম। ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্ত্বে জীবনের উত্থান-পতন, পাপ-পূণ্য, ধর্ম-অধর্ম, রাজনীতি ও সমাজব্যাবস্থা, হিংসা-ভালোবাসা, ন্যায়-অন্যায়, প্রতারনা, প্রবঞ্চনা, যুদ্ধ প্রভৃতি বিষয়ের জ্ঞানের ভাণ্ডার এই মহাভারত। আর এই মহাভারত সিরিয়ালে পূর্ণবয়স্ক চরিত্রগুলোর পাশাপাশি স্থান পেয়েছিল কিছু শিশু চরিত্রও। শিশু চরিত্রগুলো ফুটিয়ে তুলেছিল মহাভারতের মূল কুশীলবদের ছেলেবেলা। সনাতন এক্সপ্রেসের আজকের আয়োজনে সেই শিশু চরিত্রগুলোর দিকেই আলোকপাত করব আমরা। আমরা জানবো মহাভারত সিরিয়ালে অভিনয় করা সেই শিশু অভিনেতাদের আসল পরিচয় এবং বর্তমানে তারা কে কোথায় কি করছেন। আশা করি এ আয়োজন আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন।

১. কর্ণঃ বিদ্যুৎ জেভিয়ার

স্টার প্লাস মহাভারতে মহাবীর কর্ণের শৈশবের ভূমিকায় অভিনয় করেছিলেন বিদুৎ জেভিয়ার। ১৯৯৬ সালে জন্ম নেওয়া বিদ্যুৎ জেভিয়ার ১৭ বছর বয়সেই সুযোগ পেয়েছিলেন এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার। তার পিতা বলিউডের একজন দক্ষ চিত্রগ্রাহক হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই অভিনয় পেশার দিকে আগ্রহ বাড়তে থাকে তার। তার ফলশ্রুতিতে ২০১০ সালে সালমান খানের দাবাং সিনেমায় অভিনয় করার মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। তবে মহাভারত সিরিয়ালে মনোমুগ্ধকর অভিনয় করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তিনি অভিনয় পেশার সাথে যুক্ত আছেন এবং Dhadkan Zindaggi Kii, The Golden Harvest, Pavitra Bhagya ইত্যাদি জনপ্রিয় সিরিয়াল আমাদেরকে উপহার দিয়েছেন।

কর্ণ (বিদ্যুৎ জেভিয়ার)
কর্ণ (বিদ্যুৎ জেভিয়ার)

২. যুধিষ্ঠিরঃ রোহিত শেঠী

মহাভারত সিরিয়ালে ধর্মরাজ যুধিষ্ঠিরের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন রোহিত শেঠী নামক এই অভিনেতা। রোহিত শেঠী জন্মেছিলেন ২০০০ সালে মুম্বাইতে। বয়সে ছোট হলেও তার স্কুলে নিয়মিতভাবে অভিনয় চর্চা করতেন রোহিত। ফলে মাত্র ১৩ বছর বয়সে যুধিষ্ঠিরের মত একটি গুরুগম্ভীর চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন তিনি। ২০২৫ সালে এসে রোহিতের বয়স প্রায় ২৫ বছর। তবে মহাভারত পরবর্তী সময়ে অভিনয় অঙ্গনে এই অভিনেতার উপস্থিতি একেবারে নেই বললেই চলে।

আরও পড়ুনঃ  দেবতাদের চেয়ে শক্তিশালী ১২ জন ভয়ংকর অসুর
যুধিষ্ঠির (রোহিত শেঠী)
যুধিষ্ঠির (রোহিত শেঠী)

৩. ভীমঃ মিরাজ জোশী

২০১৩ সালের স্টার প্লাস মহাভারতে ভীমের ছেলেবেলার চরিত্রে অভিনয় করেছিলেন মিরাজ যোশী নামের এই অভিনেতা। ১৯৯৮ সালে জন্মগ্রহণ করা এই অভিনেতা তার শারীরিক গঠন ও যাদুকরী অভিনয় দক্ষতার কারনে নির্বাচিত হয়েছিলেন এই গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য। এই সিরিয়ালে তার অসামান্য অভিনয়শৈলী তাকে দান করেছিল শিশু তারকার খেতাব। আর এর পর থেকে অভিনয় জীবনে নিজেকে প্রসারিত করেছেন মিরাজ। ২৬ বছর বয়সী মিরাজ ইতিমধ্যেই Ek Rishta Aisa Bhi, Tamanna, Yeh Kahan Aa Gaye Hum, Gujarat 11 ইত্যাদি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

ভীম (মিরাজ জোশী)
ভীম (মিরাজ জোশী)

৪. অর্জুনঃ সৌম্য সিং

মহাভারতের সেই ছোট্ট অর্জুনটির নাম হচ্ছে সৌম্য সিং। ২০০০ সালে মুম্বাইতে জন্ম নিয়েছিলেন এই ক্ষুদে অভিনেতা। তবে শুধু নামেই নয়, তার চেহারা ও অভিনয়েও ছিল সৌম্যতার স্পষ্ট ছাপ। অর্জুনের মত একজন তীক্ষ্ণ ধণুর্ধারীর ছোটবেলার চরিত্র রূপায়ণ করা মোটেও সহজ কাজ ছিল না। কিন্তু সৌম্য সিং সেটাকে বাস্তবে রূপদান করেছিলেন একেবারে নিখুঁত ভাবে। তবে এত অল্প বয়সে এতবড় সাফল্য অর্জন করার পরেও অভিনয় পেশার দিকে আগ্রহী ছিলেন না সৌম্য। তাই ২৬ বছর বয়সী সৌম্য কোরিওগ্রাফিতে তার কেরিয়ার তৈরির চেষ্টা করছেন।

অর্জুন (সৌম্য সিং)
অর্জুন (সৌম্য সিং)

৫. নকুলঃ  দেবেশ আহুজা

মহাভারত সিরিয়ালে ছোট্ট নকুলের ভূমিকায় অভিনয় করেছিলেন দেবেশ আহুজা নামের এই অভিনেতা। মিষ্টি চেহারার দেবেশ নকুল চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন এদেশের কোটি কোটি দর্শকদের। ২০০১ সালে গুজরাটের সুরাটে জন্ম নেওয়া দেবেশ লাইমলাইটে এসেছিলেন এই মহাভারত সিরিয়ালের মাধ্যমে। আর সেখান থেকেই অভিনয় পেশায় যাত্রা শুরু হয় দেবেশের। বর্তমানে দেবেশ ২৩ বছর বয়সী একজন টিভি অভিনেতা। এবং ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন Ek Veer Ki Ardaas: Veera, The Adventures of Hatim, Karmaphal Daata Shani, Maha Kumbh: Ek Rahasaya, Ek Kahani, Titli , Shrimad Ramayan ইত্যাদি জপ্রিয় টিভি সিরিজে।

নকুল (দেবেশ আহুজা)
নকুল (দেবেশ আহুজা)

৬. সহদেবঃ রুদ্রাক্ষ জয়সওয়াল

পঞ্চপাণ্ডবের কনিষ্ঠ পাণ্ডব সহদেব হিসেবে মহাভারত সিরিয়ালে দেখা গিয়েছিল রুদ্রাক্ষ জয়সওয়ালকে। রুদ্রাক্ষ জন্মেছিলেন ২০০৩ সালে ভোপালে। মহাভারত সিরিজে সহদেবের ছোটবেলার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি। তার অতি সুশ্রী চেহারা ও অসামান্য অভিনয় দক্ষতায় জীবন্ত হয়ে উঠেছিল সহদেব চরিত্রটি। আর এই সিরিয়ালে অভিনয় করার পর থেকে সফলতা ধরা দিতে থাকে রুদ্রাক্ষের। একে একে কোশা, নূর, The Tenant, Extraction, RUdrakaal, Extraction 2, Crushed ইত্যাদি দেশী বিদেশী সিনেমা ও সিরিয়ালে জায়গা করে নেন তিনি। মহাভারতের শিশু অভিনেতাদের মধ্যে যারা অভিনয় ক্যারিয়ারকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, তাঁদের মধ্যে রুদ্রাক্ষ জয়সওয়াল অন্যতম সফল একজন অভিনেতা।

আরও পড়ুনঃ  আরতি কি ও কেন করা হয়? আরতির উপকরণ || সময় || নিয়ম || কারন, গুরুত্ব ও মাহাত্ম্য || Aarti in Hinduism
সহদেব (রুদ্রাক্ষ জয়সওয়াল)
সহদেব (রুদ্রাক্ষ জয়সওয়াল)

৭. দুর্যোধনঃ আলম খান

মহাভারতের প্রধান খল চরিত্র দুর্যোধনের বাল্যকালেও ছিল খল, শঠতা ও হিংসাত্মক গুণাবলীর ছাপ। আর তাই এই চরিত্রের জন্য প্রয়োজন ছিল কমবয়সী একজন পাকা অভিনেতার। এবং বলাই বাহুল্য সেই নেতিবাচক চরিত্রে নিজেক দারুণভাবে মেলে ধরেছিলেন আলম খান নামের এই অভিনেতা। ১৯৯৯ সালে জন্ম নেওয়া এই অভিনেতা তার অভিনয় জীবন শুরু করেছিলেন ২০০৮ সালে। তবে ২০১৩ সালের স্টার প্লাস মহাভারতে দুর্যোধন চরিত্রে অভিনয় করার পর ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন তিনি। আলম খান বর্তমানে ২৫ বছর বয়সী একজন পেশাদার অভিনেতা এবং এ পর্যন্ত তিনি ৯টি টিভি সিরিয়াল, ৬টি সিনেমা ও ৩টি ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

দুর্যোধন (আলম খান)
দুর্যোধন (আলম খান)

৮. দুশাসনঃ রাজ শাহ

স্টার প্লাস মহাভারতে দুঃশাসনের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজ শাহ। সাপোর্টিভ নেগেটিভ রোলে তার অভিনয় ছিল অনবদ্য। তবে খল চরিত্রে অভিনয় করলেও তার চেহারায় ছিল শিশুসুলভ সৌম্য ভাব। জানা যায় রাজ শাহ জন্মেছিলেন গুজরাটে এবং বেড়ে উঠেছিলেন মুম্বাইতে। স্কুল জীবনে সে থিয়েটারের সাথে যুক্ত থাকার কারনে মহাভারত নামক এত বড় একটি ধারাবাহিকে সহজেই নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে মহাভারত সিরিয়ালে অভিনয় করার পর তিনি আর কখনো অভিনয় জগতে পা রাখেন নি। ফলে তার বর্তমান জীবন সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায় না।

দুশাসন (রাজ শাহ)
দুশাসন (রাজ শাহ)

৯. দুঃশলাঃ আশনূর কৌর

শতকৌরবদের একমাত্র বোন ছিলেন দুঃশলা যাকে কৌরবদের পাশাপাশি পাণ্ডবরাও অত্যন্ত ভালোবাসতেন। আর দুঃশলার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আশনূর কৌর।  আশনূর জন্মেছিলেন ২০০৪ সালে নয়াদিল্লীতে। এবং দুঃশলার চরিত্রে ৯ বছর বয়সী মিষ্টি আশনূরকে অত্যন্ত পছন্দ করেছিলেন এদেশের কোটি কোটি দর্শক। তবে সেই ছোট্ট আশণূর আজ কুড়ি বছরের তরুনী। ছাত্রজীবনে অন্ত্যন্ত ভালো ফলাফল করার পাশাপাশি তিনি অভিনয় জগতেও সমানভাবে সক্রিয়। এ পর্যন্ত তিনি ১৮টি টেলিভিশন ধারাবাহিক, তিনটি সিনেমা ও বেশ কিছু মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ  অমরনাথ গুহায় বরফের শিবলিঙ্গ || Amarnath Yatra || Frozen Shivling ||
দুঃশলা (আশনূর কৌর)
দুঃশলা (আশনূর কৌর)

১০. অশ্বথামাঃ আয়ুশ শাহ

মহাভারতের একটি অন্যতম প্রধান খল চরিত্র হচ্ছে অশ্বত্থামা। ধ্বংসাত্মক ও হিংস্র এই চরিত্রটির ছোটবেলাও ছিল প্রায় একই রকম। আর শিশু অশ্বত্থমা চরিত্রে অভিনয় করার জন্য ডাক পড়ে আয়ুশ শাহ নামের এই অভিনেতার। ১৯৯৫ সালে জন্ম নেওয়া আয়ুশ শাহ তার দূর্দান্ত অভিনয় দিয়ে চমকে দিয়েছিলেন দর্শকদের। বর্তমানে ৩০ বছর বয়সী আয়ুশ শাহ অভিনয়ের পাশাপাশি পিতার হিরার ব্যাবসা দেখাশোনা করে থাকেন। এ পর্যন্ত তিনি মাই ফ্রেন্ড গণেশ, উত্তরণ, মহাভারত, ও সুর্যপূত্র কর্ণসহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

অশ্বথামা (আয়ুশ শাহ)
অশ্বথামা (আয়ুশ শাহ)

১১. একলব্যঃ যাজ্ঞ্য সাক্সেনা

মহভারতে সামান্য উপস্থিতিতে বিপুল প্রভাব বিস্তার করা চরিত্রটির নাম একলব্য। অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বিদ হিসবে গড়ে তোলার জন্য একলব্যের বৃদ্ধাঙ্গুলিটিকে গুরুদক্ষিণা হিসেবে চেয়ে নিয়েছিলেন দ্রোণ। আর ২০১৩ সালের মহাভারত সিরিয়ালে এই গুরুত্বপূর্ণ চরিত্রটিতে রূপদান করেছিলেন যাজ্ঞ্য সাক্সেনা নামের এই অভিনেতা। ১৯৯৯ সালে জন্ম নেওয়া যাজ্ঞ্য সাক্সেনাকে মহাভারত সিরিয়ালে অভিনয় করার পর আর তেমন কোথাও দেখা যায় নি। বর্তমানে তিনি ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে কাজ করে থাকেন।

একলব্য (যাজ্ঞ্য সাক্সেনা)
একলব্য (যাজ্ঞ্য সাক্সেনা)

১২. শ্রীকৃষ্ণঃ কুঁয়ার বিক্রম সোনি

মহাভারতের সবচেয়ে জনপ্রিয় চরিত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণ। পূর্ণবয়স্ক শ্রীকৃষ্ণের চরিত্রে সৌরভ রাজ জৈন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও, ছোটবেলার শ্রীকৃষ্ণ চরিত্রটিও ছিল অনবদ্য। আর এই চরিত্রে অভিনয় করেছিলেন কুঁয়ার বিক্রম সোনি নামের এই অভিনেতা। ১৯৯২ সালে জন্ম নেওয়া এই অভিনেতা ২০১২ সাল থেকে অভিনয় পেশার সাথে জড়িত থাকলেও মহাভারত সিরিয়ালে কৃষ্ণের চরিত্রে অভিনয় করে বদলে যায় তার জীবন। ৩২ বছর বয়সী এই অভিনেতা মহাভারত, সূর্যপূত্র কর্ণ এবং রাধাকৃষ্ণসহ প্রায় ১০টি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। এবং বর্তমানে তিনি একজন পেশাদার টিভি অভিনেতা হিসেবে কাজ করে যাচ্ছেন।

শ্রীকৃষ্ণ (কুঁয়ার বিক্রম সোনি)
শ্রীকৃষ্ণ (কুঁয়ার বিক্রম সোনি)

প্রিয় পাঠক, এই ছিল মহাভারত সিরিয়ালে অভিনয় করা ১২ জন শিশুশিল্পীর পরিচয়। এদের মধ্যে কার বা কাদের অভিনয় আপনার ভালো লেগেছিল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Rate this post

Leave a Reply