You are currently viewing রাম চরিত্রে অভিনয় করা ১৫ জন অভিনেতার আসল পরিচয় || 15 Actors Who Played The Character of Lord Rama ||

রাম চরিত্রে অভিনয় করা ১৫ জন অভিনেতার আসল পরিচয় || 15 Actors Who Played The Character of Lord Rama ||

যুগ যুগ ধরে রাম-রাবণের কাহিনীকে ভিত্তি করে আয়োজিত হয়েছে অসংখ্য পুথির আসর, গান, গল্প, কবিতা, নাটক, সিনেমা বা সিরিয়াল। তারই ধারাবাহিকতায় ভারতীয় টিভি সিরিয়ালে বহুবার প্রচারিত হয়েছে রাম-রাবণের আংশিক বা সম্পূর্ণ কাহিনী। আর এই সিরিয়ালগুলোতে যারা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের দিব্য চরিত্রে অভিনয় করেছিলেন তাঁদেরকে নিয়েই আমাদের আজকের আয়োজন। আপনি জেনে অবাক হবেন, টিভির পর্দায় যারা শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁদের অনেকেই সনাতন ধর্মাবলম্বীই নন। এবং এ তালিকায় রয়েছেন মুসলিম, জৈন, বৌদ্ধ এবং শিখ ধর্মাবলম্বী অভিনেতারাও।  তাহলে চলুন দর্শক কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক, শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করা ১৫ জন অভিনেতার আসল পরিচয় সম্পর্কে।

ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করা অভিনেতাগণ
ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করা অভিনেতাগণ

১. সুমেধ মুদগলকার

২০১৮ সালে স্টার ভারতে প্রচারিত একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে রাধা কৃষ্ণ। এই সিরিয়ালটি মূলত ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কাহিনী উপরে ভিত্তি করে নির্মিত হলেও রামায়ণের কিছু খণ্ডিত অংশ এখানে প্রদর্শিত হয়েছিল। এবং এই খণ্ডাংশে রামের চরিত্র রূপায়ণ করেছিলেন শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করা সুমেধ মুদগলকার। ১৯৯৬ সালে পুনেতে জন্ম নেওয়া সুমেধ মুদগলকার একাধারে অভিনেতা, ড্যান্সার, এবং গায়ক। মারাঠি হিন্দু পরিবারে জন্ম নেওয়া এই অভিনেতা এ পর্যন্ত বেশ কিছু সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনে তিনি এখনও পর্যন্ত অবিবাহিত।

সুমেধ মুদগালকার
সুমেধ মুদগালকার

২. কুলদীপ সিং

২০১৭ সালে সনি টিভিতে প্রচারিত হয় জনপ্রিয় সিরিয়াল বিঘ্নহর্তা গণেশ। এই সিরিয়ালে ভগবান শ্রীবিষ্ণু, ভগবান শ্রীরামচন্দ্র এবং ভগবান শ্রীকৃষ্ণ এই তিন চরিত্রেই অভিনয় করেছিলেন কুলদীপ সিং নামের এই অভিনেতা। তবে তাঁর স্টেজ নেম কুলদীপ সিং নামে তিনি ভক্তদের কাছে বেশী পরিচিত হলেও তাঁর প্রকৃত নাম ভিকি চৌধুরী। তাঁর জন্ম হয়েছিল হরিয়ানার একটি শিখ ধর্মাবলম্বী পরিবারে এবং তিনি নিজেও শিখ ধর্মের অনুসারী। কুলদীপ সিং বড় হয়ছেন দিল্লীতে এবং দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি কলেজ থেকে বিকম ডিগ্রীও রয়েছে তাঁর। অভিনয়জীবনে অন্তত ডজনখানেক টিভি সিরিয়াল ও বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।

কুলদীপ সিং
কুলদীপ সিং

৩. হিতাংশু জিনিসি

সনি টিভির বিঘ্নহর্তা গণেশ সিরিয়াল থেকে আচমকা নিজেকে সরিয়ে নিয়েছিলেন কুলদীপ সিং। এবং তাঁর পরিবর্তে ভগবান বিষ্ণু, ভগবান রাম, ও ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করেন অভিনেতা হিতাংশু জিনসি। তবে শ্রী রামের চরিত্রে দিব্য ও সৌম্য ভাব ফুটিয়ে তুলে তিনি অল্প কিছুদিনের মধ্যেই দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছিলেন। জম্মুর এক কাশ্মীরি পণ্ডিত পরিবারে জন্ম নেওয়া হিতাংসু জিনসি এর আগে বেশ কিছু সিরিয়ালে কাজ করেছিলেন বৈকি তবে তাঁর বড় কোন চরিত্রে রূপদান করার স্বপ্ন সত্যি হয়েছিল এই সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে।

হিতাংশু জিনসি
হিতাংশু জিনসি

৪. অমর উপাধ্যায়

রামায়ণের অন্যতম প্রধান চরিত্র শ্রীহনুমানকে কেন্দ্র করে ২০২২ সালে দঙ্গল টিভিতে প্রচারিত হয়েছিল জয় হনুমান সঙ্কটমোচন নাম তিহারো সিরিয়ালটি। হনুমান কেন্দ্রিক এই সিরিয়ালটিতে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন অমর উপাধ্যায় নামক এই অভিনেতা। তবে অভিনেতা হিসেবে অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অমর উপাধ্যায়। ১৯৭৬ সালে গুজরাটি হিন্দু পরিবারে জন্ম নেওয়া অমর উপাধ্যায় তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ১৯৯৩ সালে। তবে ২০০০ সালে এসে কিউ কি সাস ভি কাভি বাহু থি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এ পর্যন্ত তিনি প্রায় কুড়িটি সিনেমা ও অর্ধশত সিরিয়ালে অভিনয় করেছেন। অভিনয়ের বাইরে তাঁর ঝুলিতে রয়েছে ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রী এবং কোরিয়ান মার্শাল আর্টের ব্লাক বেল্ট। ব্যক্তি জীবনে তিনি নিরামিষাশী এবং গণপতি বাপ্পার ভক্ত।

আরও পড়ুনঃ  কোন কালীর পূজা কেন করা হয়?
অমর উপাধ্যায়
অমর উপাধ্যায়

৫. পিযুশ সহদেব

পৌরাণিক টিভি সিরিয়ালগুলোর মধ্যে ২০১১ সালে লাইফ ওকে টিভিতে প্রচারিত দেবো কে দেব মহাদেব সিরিয়ালটি শিবভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। তবে ভগবান শিবের উপরে আধারিত এই সিরিয়ালটিতে ভগবান শ্রীরামেরও বেশ কিছু কাহিনী প্রদর্শিত হয়েছিল। আর এই সিরিয়ালে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন পিযুশ সহদেব নামের এই অভিনেতা। ১৯৮২ সালে জন্ম নেওয়া পিযুশ সহদেব তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন ২০০৪ সালে। এবং এ পর্যন্ত তিনি প্রায় কুড়িটি টিভি সিরিয়াল ও মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন। ব্যক্তিজীবনে তিনি ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং ২০১৭ সালে স্ত্রীর সাথে বিচ্ছেদ করেন।

পিযুশ সহদেব
পিযুশ সহদেব

৬. চন্দন মদন

২০১২ সালে দূরদর্শনে প্রচারিত হয়েছিল রামায়ণ ভিত্তিক পৌরাণিক সিরিয়াল সঙ্কটমোচন হনুমান। সিরিয়ালটি মূলত শ্রীহনুমানের চরিত্রের উপরে আধারিত হলেও এখানেও শ্রীরামের স্ক্রীনটাইম একেবারে কম ছিল না। এবং এই সিরিয়ালে শ্রীরামচন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন চন্দন মদন নামের এই অভিনেতা। তবে লো বাজেট, দূর্বল ভি এফ এক্স এবং শ্রীরামের চরিত্রে চন্দন মদনের অনুপযুক্ততার কারনে সিরিয়ালটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারে নি। ১৯৯০ সালে জন্মগ্রহণ করা চন্দন মদন এই সিরিয়াল ছাড়াও আরও বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করেছেন।

চন্দন মদন
চন্দন মদন

৭. হিমাংশু সোনি

রামায়ণ ভিত্তিক বর্তমান সময়ের আরও একটি জনপ্রিয় সিরিয়াল হচ্ছে রাম সিয়া কে লব কুশ। ২০১৯ সালে কালারস টিভিতে প্রচারিত এই সিরিয়ালটি মূলত ভগবান শ্রীরামচন্দ্রের দুই সন্তানের কাহিনীর উপরে নির্মিত। জনপ্রিয় এই সিরিয়ালটিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন হিমাংশু সোনি নামের এই অভিনেতা। টিভির পর্দায় হিমাংশু সোনি শ্রীরামচন্দ্রের অনুরূপ যে দিব্য ও সৌম্য ভাব ফুটিয়ে তুলেছিলেন তা রেখাপাত করতে সামর্থ্য হয়েছিল অগণিত দর্শকদের হৃদয়ে। হিমাংশু সোনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৮৮ সালে রাজস্থানে। ২০১১ সালে দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ সিরিয়ালে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর একে একে ২০১২ সালের রামায়ণ সিরিয়ালে ভগবান শ্রীবিষ্ণু চরিত্রে, ২০১৩ সালের বুদ্ধ সিরিয়ালে বুদ্ধ চরিত্রে এবং ২০১৪ সালের নিলি ছাত্রি ওয়ালে সিরিয়ালে শিবের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। শিক্ষাজীবনে বিকম ডিগ্রী অর্জন করে কর্মজীবনে প্রবেশ করেছিলেন হিমাংশু সোনি। এবং ২০১৫ সালে শীতল সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

হিমাংশু সোনি
হিমাংশু সোনি

৮. সুজয় রেউ

অতি সাম্প্রতিক কালে অর্থাৎ ২০২৪ সালে রামায়ণের উপরে সনি টিভিতে সম্প্রচার শুরু হয় শ্রীমদ রামায়ণ নামক সিরিয়ালটির। এই সিরিয়ালে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন সুজয় রেউ নামক এই প্রতিভাবান অভিনয়শিল্পী। শক্তিশালী স্ক্রিপ্ট, অসাধারন স্টোরিটেলিং, আধুনিক ভি এফ এক্স এবং শ্রীরামের চরিত্রে সুজয় রেউ এর দিব্য তেজ ও অভিনয়শৈলী শ্রীমদ রাময়ণ নামক সিরিয়ালটিকে এক অন্যন্য উচ্চতায় নিয়ে গেছে। সুজয় রেউ জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালে মুম্বাইতে। অনুপম খেরের অভিনয় স্কুল থেকে অভিনয় শিক্ষা গ্রহণ করে ২০১২ সালে অভিনয় জীবন শুরু করেন তিনি। শ্রীমদ রামায়ণে ভগবান শ্রীরাম চরিত্রে অভিনয় করার আগে তিনি ২০১৫ সালে প্রচারিত সিয়া কে রাম সিরিয়ালে ভরত চরিত্রে এবং ২০২১ সালে প্রচারিত বাল শিব সিরিয়ালে ভগবান শ্রীবিষ্ণুর চরিত্রে অভিনয় করেন।

আরও পড়ুনঃ  তুলসী মালা কেন পরিধান করবেন? না পরলে কি ক্ষতি? Why The Hindus Wear Tulsi Mala as Necklace?
সুজয় রেউ
সুজয় রেউ

৯. নীতিশ ভরদ্বাজ

ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে এক কিংবদন্তী অভিনেতা হচ্ছেন নীতিশ ভরদ্বাজ। বি আর চোপড়া নির্মিত মহাভারতে শ্রীকৃষ্ণ চরিত্রে অভিনয় করে ব্যাপক সাফল্য অর্জন করেছিলেন তিনি। এরপর ২০০০ সালে জি টিভিতে প্রচারিত হয়েছিল বিষ্ণু পুরাণ নামক সিরিয়ালটি। এই সিরিয়ালে ভগবান বিষ্ণু ও তাঁর অবতারদের চরিত্রে রূপ দান করেছিলেন এই প্রখ্যাত অভিনেতা। এই সিরিয়ালের সফলতার পর ২০০১ সালে জি টিভিতে আবারও নির্মান করা হয় রামায়ণ সিরিয়াল। এবং এই সিরিয়ালেও শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন নীতিশ ভরদ্বাজ। তবে বিষ্ণু পুরাণ ও রামায়ণ সিরিয়ালে রামের চরিত্রের চেয়ে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে মানুষ তাকে বেশী পছন্দ করেছিল। ১৯৬৩ সালে জন নেওয়া এই কিংবদন্তী অভিনেতা পশু চিকিৎসক হিসবে তাঁর কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে তিনি হয়ে ওঠেন একাধারে, স্ক্রীনরাইটার, পরিচালক, প্রযোজক এবং অভিনেতা। রাজনৈতিক জীবনে একবার লোকসভার সদস্যও হয়েছিলেন তিনি। এযাবতকালে তিনি ১৬টি সিনেমা, ৬টি টিভি সিরিয়াল এবং দুইটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। ব্যক্তি জীবনে দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নীতিশ ভরদ্বাজ। তবে দুর্ভাগ্যজনকভাবে দুবারই বিচ্ছেদে গড়ায় সম্পর্ক।

নীতিশ ভরদ্বাজ
নীতিশ ভরদ্বাজ

১০. গগন মালিক

রাম চরিত্রে রূপদান করা আরও একজন প্রতিভাবান শিল্পী হচ্ছেন গগন মালিক নামক এই অভিনেতা। ২০১২ সালে জি টিভিতে প্রচারিত রামায়ণঃ সাবকে জিবান কা আধার এবং ২০১৫ সালে সনি টিভিতে প্রচারিত সঙ্কটমোচন মহাবলি হনুমান এই দুই সিরিয়ালেই রামের চরিত্রে অভিনয় করেছিলেন গগন মালিক। এবং বলাই বাহুল্য এই দুই সিরিয়ালেই শ্রীরামের চরিত্র নিপুনভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। রাম চরিত্রে অভিনয় করার সময় তাঁর চেহারায় ফুটে ওঠা সৌম্যতা ও তাঁর অভিনয়নৈপুন্যে বিমোহিত হয়েছেন হাজারো মানুষ। তবে অবাক করার মত বিষয় হচ্ছে, গগন মালিক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও ২০১৪ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। বর্তমান সময়ে তিনি তাঁর অভিনয়ের পাশাপাশি একজন বুদ্ধিজম একটিভিস্ট হিসেবেও কাজ করে থাকেন।

গগন মালিক
গগন মালিক

১১. আশীষ শর্মা

সাম্প্রতিক সময়ের সিরিয়ালগুলোতে যারা রাম চরিত্রে অভিনয় করেছেন তাঁদের মধ্যে তুমুল জনপ্রিয় একজন অভিনেতা হচ্ছেন আশীষ শর্মা। ২০১৫ সালে স্টার প্লাসে প্রচারিত সিয়া কে রাম সিরিয়ালে ভগবান শ্রীরামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। মূলত মাতা সীতার দৃষ্টিকোন থেকে মর্যাদাপুরুষোত্তম শ্রীরামচন্দ্রকে তুলে ধরাই ছিল এই সিরিয়ালের মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য খুব সুন্দরভাবে সফল হয়েছিল রাম চরিত্রে আশীষ শর্মা ও সীতা চরিত্রে মদিরাক্ষি মুণ্ডলের অভিনয় দক্ষতা দিয়ে। আশীষ শর্মা জন্মগ্রহণ করেছিলেন ১৯৮৪ সালে রাজস্থানে। ফ্যাশন ডিজাইনিং এর উপরে স্নাতক ডিগ্রী অর্জন করে তিনি মনোনিবেশ করেছিলেন অভিনয়ের দিকে। অনুপম খেরের অভিনয় স্কুল থেকে অভিনয় শিখে ২০১০ সালে অভিনয় জীবন শুরু করেন তিনি। এ পর্যন্ত তিনি ৬টি চলচিত্র, ৯টি সিরিয়াল এবং দুইটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে পৃথিবী বল্লভ সিরিয়ালে প্রিথিবী বল্লভ চরিত্রে, চন্দ্রগুপ্ত মৌর্য সিরিয়ালের চন্দ্রগুপ্ত মৌর্য চরিত্রে এবং সিয়াকে রাম সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। ব্যক্তি জীবনে তিনি অর্চনা তাইড়ে নামক অভিনেত্রীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ। এছাড়াও উইলিয়াম শেকসপিয়ার ও শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের সাহিত্যকর্মের প্রতি তিনি বিশেষভাবে অনুরাগী।

আশীষ শর্মা
আশীষ শর্মা

১২. গুরমিত চৌধুরী

২০০৮ সালে সাগর আর্টস এর ব্যানারে আবারও নির্মান করা হয়েছিল রামায়ণ। ১৯৮৭ সালের রামানন্দ সাগরের রামায়ণের একটি রিবুট ভার্সন হিসেবে এই রামায়ণ নির্মান করেছিলেন রামানন্দ সাগরের পুত্র আনন্দ সাগর। এবং এই রামায়ণে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছিলেন গুরমিত চৌধুরী নামক এই অভিনেতা। এবং বলাই বাহুল্য ১৯৮৭ সালের রামায়ণের পর ২০০৮ সালে নির্মিত এই রামায়ণ মানুষের কাছে এতটা প্রশংসা অর্জন করেছিল। যাইহোক, ১৯৮৪ সালে জন্ম নেওয়া এই অভিনেতা একাধারে একজন অভিনেতা, ড্যান্সার এবং মার্শাল আর্টিস্ট। তিনি ২০০৪ সালে তাঁর অভিনয় জীবন শুরু করলেও  ২০০৮ সালের রামায়ণ সিরিয়ালের রাম চরিত্রে অভিনয় করে অর্জন করেন জনপ্রিয়তা। আর এর পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি। এ পর্যন্ত তিনি ৬টি সিনেমা, ১১টি মিউজিক ভিডিও এবং ১০টির অধিক টিভি সিরিজে অভিনয় করেছেন। ২০১১ সালে তিনি তাঁর বাঙালী প্রেমিকা দেবলিনা ব্যাণার্জীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এবং বর্তমানে এই দম্পত্তি দুইটি কন্যা সন্তানের পিতামাতা।

আরও পড়ুনঃ  কে কে অভিশাপ দিয়েছিল রাবণকে? || অভিশপ্ত রাবণ ||
গুরমিত চৌধুরী
গুরমিত চৌধুরী

১৩. ওয়াসীম মুস্তাক

২০১৯ সালে কালারস টিভিতে প্রচারিত শ্রীমদ ভগবদ মহাপুরাণ সিরিয়ালটি সম্পূর্নভাবে রামায়্যণ কাহিনীর উপরে আধারিত না হলেও সিরিয়ালের বেশ কিছু অংশ জুড়ে দেখানো হয়েছে রাম-রাবণের কাহিনী। এবং এই সিরিয়ালে শ্রীরামচন্দ্রের চরিত্রে অনবদ্য অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ওয়াসীম মুতাক নামের এই অভিনেতা। ওয়াসীম মুস্তাক জন্মেছিলেন ১৯৮৪ সালে শ্রীনগরে। তিনি ২০০৯ সালে তাঁর অভিনয় জীবন শুরু করে আজ পর্যন্ত প্রায় ১৭টি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। মজার ব্যাপার হচ্ছে, ওয়াসীম ব্যক্তিগতভাবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও শ্রীরামের চরিত্রে তিনি নিজেকে ফুটিয়ে তুলেছেন অসাধারনভাবে। ব্যক্তিজীবনে তিনি তাঁর স্ত্রী আয়েশা মুস্তাকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধে এবং তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে।

ওয়াসীম মুস্তাক
ওয়াসীম মুস্তাক

১৪. সিরাজ মুস্তফা খান

পবন পুত্র হনুমানকে কেন্দ্র করে ১৯৯৭ সালে দূরদর্শনে প্রচারিত হয়েছিল জয় হনুমান নামক সিরিয়ালটি। সিরিয়ালটিতে শ্রীহনুমানের গৌরবগাথাকে প্রাধান্য দেওয়া হলেও শ্রীরামের চরিত্রটিও ছিল অসাধারন। আর এই সিরিয়ালে রামের চরিত্রে অভিনয় করেছিলেন সিরাজ মুস্তফা খান নামের এই প্রতিভাবান অভিনেতা। বলা হয় সিরাজ মুস্তাফা খান রাম চরিত্রে অভিনয় করা অভিনেতাদের মধ্যে একজন আন্ডাররেটেড অভিনেতা। শ্রীরামের চরিত্রে তিনি নিজেকে এতটা সমর্পণ করেছিলেন যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের মতই দিব্য তেজ পরিলক্ষিত হয় তাঁর চেহারায়। এমনকি তাঁর অভিনয়শৈলীও ছিল অনবদ্য। ব্যক্তিজীবনে সিরাজ মুস্তফা খান মুসলিম ধর্মের অনুসারী হলেও জয় হনুমান, ওম নমঃ শিবায়, জয় মহাভারত, মহারথী কর্ণ, বিষ্ণু পুরাণ ইত্যাদি পৌরাণিক সিরিয়ালে দাপটের সাথে অভিনয় করেছিলেন তিনি।

সিরাজ মুস্তফা খান
সিরাজ মুস্তফা খান

৫. অরুণ গোভিল

ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে রাম চরিত্রে যারা এযাবতকাল অভিনয় করেছেন তাঁদের মধ্যে সর্বকালের সর্বশেষ্ঠ অভিনেতা ধরা হয় অরুণ গোভিল কে। ১৯৮৭ সালে রামানন্দ সাগর নির্মিত রামায়ণে রামের চরিত্রে রূপদান করেছিলেন তিনি। রাম চরিত্রটিকে তিনি তাঁর সৌম্য চেহারা ও অভূতপূর্ব অভিনয় দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলেছিলেন যে, আজও শ্রীরামচন্দ্রের রূপ কল্পনা করতে গিয়ে মানুষ অরুণ গোভিলের চেহারা কল্পনা করে থাকেন। এবং এই চরিত্রে অভিনয় করার জন্য তিনি আজও সমাজে সজ্জন ও নমস্য হিসেবে বিবেচিত হন। ১৯৫২ সালে জন্ম নেওয়া এই কিংবদন্তী অভিনেতা কৃতিত্বের সাথে বি এস সি পাশ করে ঝুকেছিলেন অভিনয় অঙ্গনের দিকে। ১৯৭৭ সালে অভিনয় জীবন শুরু করে এ পর্যন্ত তিনি অর্ধশতাধিক সিনেমা ও ১৭টি সিরিয়ালে অভিনয় করেছেন বৈকি। তবে ১৯৮৭ সালে রামায়ণে রামের চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন তিনি। অনেকেই ভেবে থাকেন রামায়ণ সিরিয়ালে সীতা চরিত্রে অভিনয় করা দিপীকা চিখলিয়াকেই বিবাহ করেছিলেন অরুণ। তবে বাস্তবে অরুণ গোভিলের স্ত্রী হচ্ছেন শ্রীলেখা গোভিল। এবং এই দম্পত্তির একটি পুত্র ও একটি কন্যা সন্তানও রয়েছে। রাজনৈতিক জীবনে ২০২৪ সালের জুন মাস থেকে তিনি লোকসভার সদস্য হিসেবে দায়ীত্ব পালন করছেন।

অরুণ গোভিল
অরুণ গোভিল

Rate this post

Leave a Reply