যারা পূর্ণিমা তিথিতে উপবাস ও নিশিপালন করেন তাঁদের জন্য পূর্ণিমা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) জানাটা অত্যন্ত জরুরী। তাই আপনাদের জন্য আজ সনাতন এক্সপ্রেসের নিবেদন, ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী নিশিপালন ও উপবাসের দিন, ক্ষণ ও তিথির সমন্বয়ে পূর্ণিমা তালিকা ১৪৩০। আপনাদের জন্য রইল বৈশাখী পূর্ণিমা ১৪৩০, মাধবী পূর্ণিমা ১৪৩০, বুদ্ধ পূর্ণিমা ১৪৩০, জ্যৈষ্ঠী পূর্ণিমা ১৪৩০, আষাঢ়ী পূর্ণিমা ১৪৩০, গুরু পূর্ণিমা ১৪৩০, মল পূর্ণিমা ১৪৩০, শ্রাবণী পূর্ণিমা ১৪৩০, সৌভাগ্য পূর্ণিমা ১৪৩০, ঝুলন পূর্ণিমা ১৪৩০, রাখী পূর্ণিমা ১৪৩০, ভাদ্রী পূর্ণিমা ১৪৩০, আশ্বিনী পূর্ণিমা ১৪৩০ , কৌমুদী পূর্ণিমা ১৪৩০, কোজাগরী পূর্ণিমা ১৪৩০, কার্ত্তিকী পূর্ণিমা ১৪৩০, পট পূর্ণিমা ১৪৩০, রাস পূর্ণিমা ১৪৩০, মার্গী পূর্ণিমা ১৪৩০, পৌষী পূর্ণিমা ১৪৩০, ধান্য পূর্ণিমা ১৪৩০, মাঘী পূর্ণিমা ১৪৩০, ফাল্গুনী পূর্ণিমা ১৪৩০, গৌর পূর্ণিমা ১৪৩০, ও দোল পূর্ণিমা ১৪৩০ সংক্রান্ত যাবতীয় তথ্য তথা নির্ভুল ও সম্পূর্ণ পূর্ণিমা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪)।
পূর্ণিমা কি?
রাতের আকাশে যখন পৃথিবী থেকে দেখতে চাঁদের পুরোটাকে আলোকিত মনে হয় তাকেই আমরা বলি পূর্ণিমা, পূর্ণ চন্দ্র বা ফুল মুন (full moon)। কিন্তু কিভাবে ঘটে পূর্ণিমা? পৃথিবীর আবর্তনের জন্যে চন্দ্র, সূর্য ও রাতের নক্ষত্রদের পূর্ব থেকে পশ্চিমে যেতে দেখা যায়। চাঁদের ক্ষেত্রে আরেকটি ব্যাপার হচ্ছে এটি আবার পৃথিবীকে কেন্দ্র করেও ঘুরছে। ফলে অন্য গ্রহ নক্ষত্রদের চেয়ে প্রতি দিনের রাতের এর অবস্থান পরিবর্তন হয় তুলনামূলক অনেক বেশি। পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে একটা সময় চন্দ্র, পৃথিবী ও সূর্যের সাথে একই রেখায় আসে। আর এই কল্পিত রেখার মাঝখানে যখন পৃথিবী থাকে, তখনই পশ্চিম দিক থেকে আসা সূর্যের আলো সোজাভাবে পূর্ব দিকে থাকা চাঁদের উপর গিয়ে পড়ে। ফলে, পৃথিবী থেকে দেখতে চাঁদের পুরোভাগ আলোকিত হয়ে থালার মতো দেখা যায়।
এ সময় চাঁদ দিগন্তের খানিকটা মাত্র উপরে থাকে। সূর্য যখন দিগন্ত থেকে আরো বেশি নিচে নেমে যায়, তখন পূর্ব দিকে চাঁদও দিগন্তের আরো উপরে উঠে আসে। এভাবে সারা রাত চলে ভোরের যখন সূর্যোদয় ঘটে চাঁদ তখন পশ্চিম দিগন্ত দিয়ে অস্ত যায়। সহজ ভাষায় এটাই হলো পূর্ণিমা হবার কারণ। কিন্তু প্রশ্ন করা যায়, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময়ওতো চাঁদ, পৃথিবী ও সূর্য একই রেখায় থাকে। তাহলে প্রতিটা পূর্ণিমাতেই কেন চন্দ্রগ্রহণ হয় না? এটা ঠিক যে, চন্দ্রগ্রহণ একমাত্র পূর্ণিমার সময়েই ঘটতে পারে। আবার সূর্যগ্রহণও হতে পারে যখন এই তিন বস্তু একই রেখায় থাকে। তখন অবশ্য তিনজনের মধ্যে মাঝখানে থাকতে হবে চাঁদকে। প্রতি পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ না হবার কারণ হচ্ছে, পৃথিবী থেকে দেখতে দিগন্তের উপরে-নিচে হিসেব করলে আমরা চাঁদ ও সূর্যকে পৃথিবীর সাথে একই রেখায় দেখবো। কিন্তু চাঁদ ঐ সময়টিতে তথা পূর্ণিমার সময় একটু উত্তরে বা দক্ষিণে থাকতে পারে। এটাই ঘটে অধিকাংশ সময়। কিন্তু যখনই উত্তর-দক্ষিণে না থেকে বরাবরে অবস্থান করে তখনই পূর্ণিমা পরিণত হয় চন্দ্রগ্রহণে। অনেক সময় একই মাসে দুটি পূর্ণিমা ঘটে যেতে পারে। আসুন এবার ১৪৩০ সালের পূর্ণিমা তালিকা দেখে নেওয়া যাক।
বৈশাখ, ১৪৩০ ( মে – ২০২৩ ) – বৈশাখী, মাধবী ও বুদ্ধ পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী বৈশাখী পূর্ণিমা ১৪৩০, মাধবী পূর্ণিমা ১৪৩০ ও বুদ্ধ পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচী
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ২০শে বৈশাখ, ১৪৩০ (৪ই মে, ২০২৩) বৃহষ্পতিবার রাত্রি ১১টা ১৬ মিনিট (11:16 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ২১শে বৈশাখ, ১৪৩০ (৫ই মে, ২০২৩) শুক্রবার রাত্রি ১০টা ৫০ মিনিট (10:50 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ২১শে বৈশাখ, ১৪৩০ (৫ই মে, ২০২৩) শুক্রবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ২১শে বৈশাখ, ১৪৩০ (৫ই মে, ২০২৩) শুক্রবার।
বাংলাদেশের সময় অনুযায়ী বৈশাখী পূর্ণিমা ১৪৩০, মাধবী পূর্ণিমা ১৪৩০ ও বুদ্ধ পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচী
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ২১শে বৈশাখ, ১৪৩০ (৪ই মে, ২০২৩) বৃহষ্পতিবার রাত্রি ১১টা ৩৫ মিনিট (11:35 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ২২শে বৈশাখ, ১৪৩০ (৫ই মে, ২০২৩) শুক্রবার রাত্রি ১১টা ১৯ মিনিট (11:19 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ২২শে বৈশাখ, ১৪৩০ (৫ই মে, ২০২৩) শুক্রবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ২২শে বৈশাখ, ১৪৩০ (৫ই মে, ২০২৩) শুক্রবার।
জ্যৈষ্ঠ, ১৪৩০ ( জুন – ২০২৩) – জ্যৈষ্ঠী পূর্ণিমা তিথিঃ
ভারতীয় সময় অনুযায়ী জ্যৈষ্ঠী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৩ই জুন, ২০২৩) শনিবার সকাল ১০টা ১৮ মিনিট (10:18 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৪ই জুন, ২০২৩) রবিবার সকাল ৯টা ৬ মিনিট (09:06 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৩ই জুন, ২০২৩) শনিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৪ই জুন, ২০২৩) রবিবার।
বাংলাদেশের সময় অনুযায়ী জ্যৈষ্ঠী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৩ই জুন, ২০২৩) শনিবার সকাল ১০টা ৪৭ মিনিট (10:47 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৪ই জুন, ২০২৩) রবিবার সকাল ৯টা ৩৫ মিনিট (09:35 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৩ই জুন, ২০২৩) শনিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ (৪ই জুন, ২০২৩) রবিবার।
আষাঢ়, ১৪৩০ (জুলাই – ২০২২)|| আষাঢ়ী ও গুরু পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমা ১৪৩০ ও গুরু পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৬ই আষাঢ়, ১৪৩০ (২রা জুলাই, ২০২৩) রবিবার রাত্রি ৭টা ২২ মিনিট (07:22 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৭ই আষাঢ়, ১৪৩০ (৩রা জুলাই, ২০২৩) সোমবার বিকাল ৫টা ২৮ মিনিট (05:28 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১৬ই আষাঢ়, ১৪৩০ (২রা জুলাই, ২০২৩) রবিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১৭ই আষাঢ়, ১৪৩০ (৩রা জুলাই, ২০২৩) সোমবার।
বাংলাদেশের সময় অনুযায়ী আষাঢ়ী পূর্ণিমা ১৪৩০ ও গুরু পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৮ই আষাঢ়, ১৪৩০ (২রা জুলাই, ২০২৩) রবিবার রাত্রি ৭টা ৫০ মিনিট (07:50 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৯ই আষাঢ়, ১৪৩০ (৩রা জুলাই, ২০২৩) সোমবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিট (06:52 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১৮ই আষাঢ়, ১৪৩০ (২রা জুলাই, ২০২৩) রবিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১৯ই আষাঢ়, ১৪৩০ (৩রা জুলাই, ২০২৩) সোমবার।
মল পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী মল পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৪ই শ্রাবণ, ১৪৩০ (৩১শে জুলাই, ২০২৩) সোমবার দিবাগত রাত্রি ৩টা ০৫ মিনিট (03:05 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৫ই শ্রাবণ, ১৪৩০ (১লা আগস্ট, ২০২৩) মঙ্গলবার রাত্রি ১২টা ৪৬ মিনিট (12:46 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১৫ই শ্রাবণ, ১৪৩০ (১লা আগস্ট, ২০২৩) মঙ্গলবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১৫ই শ্রাবণ, ১৪৩০ (১লা আগস্ট, ২০২৩) মঙ্গলবার।
বাংলাদেশের সময় অনুযায়ী মল পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৬ই শ্রাবণ, ১৪৩০ (৩১শে জুলাই, ২০২৩) সোমবার দিবাগত রাত্রি ৩টা ৩৪ মিনিট (03:34 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৭ই শ্রাবণ, ১৪৩০ (১লা আগস্ট, ২০২৩) মঙ্গলবার রাত্রি ১টা ১৫ মিনিট (01:15 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১৫ই শ্রাবণ, ১৪৩০ (১লা আগস্ট, ২০২৩) মঙ্গলবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১৫ই শ্রাবণ, ১৪৩০ (১লা আগস্ট, ২০২৩) মঙ্গলবার।
ভাদ্র, ১৪৩০ (আগস্ট – ২০২৩) || শ্রাবণী, সৌভাগ্য, ঝুলন ও রাখী পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা ১৪৩০, সৌভাগ্য পূর্ণিমা ১৪৩০, ঝুলন পূর্ণিমা ১৪৩০ ও রাখী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১২ই ভাদ্র, ১৪৩০ (৩০শে আগস্ট, ২০২৩) বুধবার সকাল ১০টা ২৭ মিনিট (10:27 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৩ই ভাদ্র, ১৪৩০ (৩১শে আগস্ট, ২০২৩) বৃহষ্পতিবার সকাল ৭টা ৫৯ মিনিট (07:59 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১২ই ভাদ্র, ১৪৩০ (৩০শে আগস্ট, ২০২৩) বুধবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১২ই ভাদ্র, ১৪৩০ (৩০শে আগস্ট, ২০২৩) বুধবার / বাংলা ১৩ই ভাদ্র, ১৪৩০ (৩১শে আগস্ট, ২০২৩) বৃহষ্পতিবার।
বাংলাদেশের সময় অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা ১৪৩০, সৌভাগ্য পূর্ণিমা ১৪৩০, ঝুলন পূর্ণিমা ১৪৩০ ও রাখী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৫ই ভাদ্র, ১৪৩০ (৩০শে আগস্ট, ২০২৩) বুধবার সকাল ১০টা ৫৬ মিনিট (10:56 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৬ই ভাদ্র, ১৪৩০ (৩১শে আগস্ট, ২০২৩) বৃহষ্পতিবার সকাল ৮টা ২৮ মিনিট (08:28 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১৫ই ভাদ্র, ১৪৩০ (৩০শে আগস্ট, ২০২৩) বুধবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১৫ই ভাদ্র, ১৪৩০ (৩০শে আগস্ট, ২০২৩) বুধবার / বাংলা ১৬ই ভাদ্র, ১৪৩০ (৩১শে আগস্ট, ২০২৩) বৃহষ্পতিবার।
আশ্বিন, ১৪৩০ (সেপ্টেম্বর – ২০২৩) || ভাদ্রী পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী ভাদ্রী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১০ই আশ্বিন, ১৪৩০ (২৮শে সেপ্টেম্বর, ২০২৩) বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট (06:45 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১১ই আশ্বিন, ১৪৩০ (২৯শে সেপ্টেম্বর, ২০২৩) শুক্রবার বিকাল ৪টা ০৬ মিনিট (04:06 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই আশ্বিন, ১৪৩০ (২৮শে সেপ্টেম্বর, ২০২৩) বৃহষ্পতিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১১ই আশ্বিন, ১৪৩০ (২৯শে সেপ্টেম্বর, ২০২৩) শুক্রবার।
বাংলাদেশের সময় অনুযায়ী ভাদ্রী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১৩ই আশ্বিন, ১৪৩০ (২৮শে সেপ্টেম্বর, ২০২৩) বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টা ১৪ মিনিট (07:14 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১৪ই আশ্বিন, ১৪৩০ (২৯শে সেপ্টেম্বর, ২০২৩) শুক্রবার বিকাল ৪টা ৩৪ মিনিট (04:34 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই আশ্বিন, ১৪৩০ (২৮শে সেপ্টেম্বর, ২০২৩) বৃহষ্পতিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১১ই আশ্বিন, ১৪৩০ (২৯শে সেপ্টেম্বর, ২০২৩) শুক্রবার।
কার্ত্তিক, ১৪৩০ (অক্টোবর – ২০২৩) || আশ্বিনী, কৌমুদী ও কোজাগরী পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী আশ্বিনী পূর্ণিমা ১৪৩০ , কৌমুদী পূর্ণিমা ১৪৩০ ও কোজাগরী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ৯ই কার্ত্তিক, ১৪৩০ (২৭শে অক্টোবর, ২০২৩) শুক্রবার দিবাগত রাত্রি ৩টা ৪২ মিনিট (03:42 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১০ই কার্ত্তিক, ১৪৩০ (২৮শে অক্টোবর, ২০২৩) শনিবার রাত্রি ১টা ৫৬ মিনিট (01:56 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই কার্ত্তিক, ১৪৩০ (২৮শে অক্টোবর, ২০২৩) শনিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১০ই কার্ত্তিক, ১৪৩০ (২৮শে অক্টোবর, ২০২৩) শনিবার।
বাংলাদেশের সময় অনুযায়ী আশ্বিনী পূর্ণিমা ১৪৩০ , কৌমুদী পূর্ণিমা ১৪৩০ ও কোজাগরী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১১ই কার্ত্তিক, ১৪৩০ (২৭শে অক্টোবর, ২০২৩) শুক্রবার দিবাগত রাত্রি ৪টা ১১ মিনিট (04:11 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১২ই কার্ত্তিক, ১৪৩০ (২৮শে অক্টোবর, ২০২৩) শনিবার রাত্রি ২টা ২৫ মিনিট (02:25 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১২ই কার্ত্তিক, ১৪৩০ (২৮শে অক্টোবর, ২০২৩) শনিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১২ই কার্ত্তিক, ১৪৩০ (২৮শে অক্টোবর, ২০২৩) শনিবার।
অগ্রহায়ণ, ১৪৩০ (নভেম্বর – ২০২৩) || কার্ত্তিকী, পট ও রাস পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী কার্ত্তিকী পূর্ণিমা ১৪৩০, পট পূর্ণিমা ১৪৩০ ও রাস পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ৯ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৬শে নভেম্বর, ২০২৩) রবিবার দুপুর ৩টা ১৫ মিনিট (03:15 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১০ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৭শে নভেম্বর, ২০২৩) সোমবার দুপুর ২টা ১৭ মিনিট (02:17 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ৯ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৬শে নভেম্বর, ২০২৩) রবিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১০ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৭শে নভেম্বর, ২০২৩) সোমবার।
বাংলাদেশের সময় অনুযায়ী কার্ত্তিকী পূর্ণিমা ১৪৩০, পট পূর্ণিমা ১৪৩০ ও রাস পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১১ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৬শে নভেম্বর, ২০২৩) রবিবার দুপুর ৩টা ৪৩ মিনিট (03:43 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১২ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৭শে নভেম্বর, ২০২৩) সোমবার দুপুর ২টা ৪৬ মিনিট (02:46 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১১ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৬শে নভেম্বর, ২০২৩) রবিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১২ই অগ্রহায়ণ, ১৪৩০ (২৭শে নভেম্বর, ২০২৩) সোমবার।
পৌষ, ১৪৩০ (ডিসেম্বর – ২০২৩) || মার্গী পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী মার্গী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ৮ই পৌষ, ১৪৩০ (২৫শে ডিসেম্বর, ২০২৩) সোমবার শেষরাত্রি ৫টা ১৭ মিনিট (05:17 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ৯ই পৌষ, ১৪৩০ (২৬শে ডিসেম্বর, ২০২৩) মঙ্গলবার শেষরাত্রি ৫টা ২২ মিনিট (05:22 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ৯ই পৌষ, ১৪৩০ (২৬শে ডিসেম্বর, ২০২৩) মঙ্গলবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ৯ই পৌষ, ১৪৩০ (২৬শে ডিসেম্বর, ২০২৩) মঙ্গলবার।
বাংলাদেশের সময় অনুযায়ী মার্গী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ৯ই পৌষ, ১৪৩০ (২৫শে ডিসেম্বর, ২০২৩) সোমবার শেষরাত্রি ৫টা ৪৬ মিনিট (05:46 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১০ই পৌষ, ১৪৩০ (২৬শে ডিসেম্বর, ২০২৩) মঙ্গলবার শেষরাত্রি ৫টা ৫১ মিনিট (05:51 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই পৌষ, ১৪৩০ (২৬শে ডিসেম্বর, ২০২৩) মঙ্গলবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১০ই পৌষ, ১৪৩০ (২৬শে ডিসেম্বর, ২০২৩) মঙ্গলবার।
মাঘ, ১৪৩০ (জানুয়ারী-২০২৪) || পৌষী বা ধান্য পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী পৌষী বা ধান্য পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ৯ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৪শে জানুয়ারী, ২০২৪) বুধবার রাত্রি ৯্টা ৩৯ মিনিট (09:39 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১০ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৫শে জানুয়ারী, ২০২৪) বৃহষ্পতিবার রাত্রি ১০টা ৪৭ মিনিট (10:47 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ৯ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৪শে জানুয়ারী, ২০২৪) বুধবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১০ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৫শে জানুয়ারী, ২০২৪) বৃহষ্পতিবার।
বাংলাদেশ সময় অনুযায়ী পৌষী বা ধান্য পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১০ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৪শে জানুয়ারী, ২০২৪) বুধবার রাত্রি ১০টা ০৮ মিনিট (10:08 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১১ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৫শে জানুয়ারী, ২০২৪) বৃহষ্পতিবার রাত্রি ১১টা ১৭ মিনিট (11:17 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ৯ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৪শে জানুয়ারী, ২০২৪) বুধবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১০ই মাঘ, ১৪৩০, (ইংরেজি ২৫শে জানুয়ারী, ২০২৪) বৃহষ্পতিবার।
ফাল্গুন, ১৪৩০ (ফেব্রুয়ারী-২০২৪) || মাঘী পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী মাঘী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১০ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৩শে ফেব্রুয়ারী, ২০২৪) শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট (03:30 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১১ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৪শে ফেব্রুয়ারী, ২০২৪) শনিবার বিকাল ৫টা ২৪ মিনিট (05:24 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৩শে ফেব্রুয়ারী, ২০২৪) শুক্রবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১১ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৪শে ফেব্রুয়ারী, ২০২৪) শনিবার।
বাংলাদেশ সময় অনুযায়ী মাঘী পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১০ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৩শে ফেব্রুয়ারী, ২০২৪) শুক্রবার বিকাল ৪টা ০০ মিনিট (04:00 PM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১১ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৪শে ফেব্রুয়ারী, ২০২৪) শনিবার বিকাল ৫টা ৫৩ মিনিট (05:53 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৩শে ফেব্রুয়ারী, ২০২৪) শুক্রবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১১ই ফাল্গুন, ১৪৩০, (ইংরেজি ২৪শে ফেব্রুয়ারী, ২০২৪) শনিবার।
চৈত্র, ১৪৩০ (মার্চ-২০২৪) || ফাল্গুনী, গৌর, দোল পূর্ণিমা তিথি সংক্রান্ত তালিকা ১৪৩০
ভারতীয় সময় অনুযায়ী ফাল্গুনী, গৌর ও দোল পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১০ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৪শে মার্চ, ২০২৪) রবিবার সকাল ৯টা ৪৩ মিনিট (09:43 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১১ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৫শে মার্চ, ২০২৪) সোমবার সকাল ১১টা ৪৮ মিনিট (11:48 AM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৪শে মার্চ, ২০২৪) রবিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১১ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৫শে মার্চ, ২০২৪) সোমবার।
বাংলাদেশ সময় অনুযায়ী ফাল্গুনী, গৌর ও দোল পূর্ণিমা ১৪৩০ সালের সময়সূচী, নিশিপালন ও উপবাসের সময়সূচীঃ
- পূর্ণিমা আরম্ভঃ বাংলা ১০ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৪শে মার্চ, ২০২৪) রবিবার সকাল ১০টা ১৩ মিনিট (10:13 AM) থেকে।
- পূর্ণিমা শেষঃ বাংলা ১১ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৫শে মার্চ, ২০২৪) সোমবার দুপুর ১২টা ১৮ মিনিট (12:18 PM) পর্যন্ত।
- পূর্ণিমার নিশিপালনঃ বাংলা ১০ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৪শে মার্চ, ২০২৪) রবিবার।
- পূর্ণিমার উপবাসঃ বাংলা ১১ই চৈত্র, ১৪৩০, (ইংরেজি ২৫শে মার্চ, ২০২৪) সোমবার।
আরও পড়ুনঃ
- অমাবস্যা তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||
- অমাবস্যা তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||
- একাদশী তালিকা ১৪৩০ (২০২৩-২০২৪) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশ]
- একাদশী তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) | স্মার্ত, নিম্বার্ক ও গোস্বামী মতে উপবাস ও পারণের নির্ভুল সময়সূচী [ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী]
- পূর্ণিমা তালিকা ২০২৩ (১৪২৯-১৪৩০) || নিশিপালন ও উপবাসের তালিকা || ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী ||