হিন্দু বিবাহে সাত পাক ঘোরা হয় কেন?

হিন্দু বিবাহে সাত পাক ঘোরা হয় কেন? sat pake badha || Hindu Marriage : জন্ম মৃত্যু বিবাহ হিন্দু ধর্মের তিনটি প্রধান সংস্কার। পৃথিবীতে যত প্রকার বিবাহ বিদ্যমান তাঁর মধ্যে সনাতনী বিবাহকে বলা হয় শ্রেষ্ঠ বিবাহ পদ্ধতি।কারন হিন্দু বিবাহ একটি স্থায়ী বিবাহ পদ্ধতি, কোন ছেলেখেলা বা তাসের ঘর নয়। বিবাহ মানে দুটো মনের মিলন, দুটো পরিবারের মিলন। হিন্দু মতে বিয়ে মানেই, শুভদৃষ্টি, সাত পাকে ঘোরা, খই পোড়ানো, সিঁদুর দান। তবে এই সমস্ত রীতি কিন্তু শুধুই ধর্মীয় বা সংস্কারের কারণে নয়। এর পিছনে রয়েছে নানাবিধ বৈজ্ঞানিক ও আদ্যাত্মিক কারন। হিন্দু বিবাহের একটি সাধারন দৃশ্য হচ্ছে, আগুনের কুন্ডলীর চারপাশে নব বর ও বধু সাতবার প্রদক্ষিন করছে।। একে সাত পাকে বাঁধা পড়া বলা হয়। বলা হয়, এর মাধ্যমে অগ্নিদেবতাকে বিয়েতে সাক্ষী হিসেবে রাখা হয়। কিন্তু এটাই কি সব? নাকি এই সাতটি পাকের রয়েছে আলাদা সাতটি আধ্যাত্মিক গুরুত্ব? কি সেই আধ্যাত্মিক গুরুত্ব? জানতে হলে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  দুর্গা পূজায় কুমারী পূজা কেন করা হয়? Why Virgin Girls are Worshiped During Durga Puja?

Leave a Comment

error: Content is protected !!