কিভাবে শুরু হল দূর্গা পূজা? বাঙালীর দূর্গা পুজার ইতিহাস ( History of Durga Puja) নিয়েই এই ভিডিওটি তোইরি করা হয়েছে। মহালয়া থেকে শুরু হয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে পুর্ণতা পায়। কিন্তু বাঙালী সমাজে দূর্গা পুজার ইতিহাস একটু অন্যরকম যা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। দুর্গা পূজা আজ আমরা যেমন দেখছি, প্রাচীন কাল থেকে এমন ছিল না। অনেক পর্যায়ে পরিবর্তিত হয়ে আজকের অবস্থানে এসে পৌছেছে এই প্রাণের উৎসব। তবে এর অতীত ঐতিহ্য জেনে রাখা আমাদের নৈতিক কর্তব্য।