হিন্দুরা কেন মূর্তি পূজা করে? বেদে / গীতায় এ সম্পর্কে কি বলা হয়েছে? Murti Puja in Hinduism: হিন্দুরা কেন মুর্তি পুজা করে? আশা করি আপনাকে ইতিমধ্যেই বহুবার এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার এই যে শুধুমাত্র ভিন্ন ধর্মাবলম্বী নয় বরং খোদ কথিত সনাতনীদের কাছ থেকেও এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় আরেক সনাতনীদের দিকে। রেফারেন্স দেওয়া হয় বেদের কিছু উদ্ধৃতিকে। শুধুমাত্র মুর্তিপুজা নয় এছাড়াও হিন্দুদের গোমাংস ভক্ষনসহ আরও বেশ কিছু বিষয়ে ভিন্ন মতের, ধর্মের ও গোত্রের মানুষের আগ্রহ দেখে আমরা আমাদের পুর্ববর্তী কিছু ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনি চাইলে উপরের ডান পাশের আই বাটনে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারেন। এরই ধারাবাহিকতায় আজ আমাদের বিষয় হিন্দু ধর্মে মুর্তি পুজা। এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মুর্তি পুজা কতটা বৈধ, বেদ কি আমাদেরকে মুর্তি পুজার অনুমতি দিয়েছে, মুর্তিপুজা করে হিন্দুরা কি কোন ধর্মগ্রহ্নথকে অমান্য করছেন? এছাড়াও বিষয়টিকে আমরা সগ্রীমদ্ভগবদ্গীতার আলোকেও বোঝার চেষ্টা করব। তো দর্শক, আশা করি কমেন্ট বক্সে মন্ত্যব্য করার আগে ভিডিওটি মনোযোগ সহকারে বা প্রয়োজনে একাধিকবার দেখবেন।