You are currently viewing রাধা কৃষ্ণের দোলযাত্রা ও হোলি খেলার ইতিহাস || শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ||

রাধা কৃষ্ণের দোলযাত্রা ও হোলি খেলার ইতিহাস || শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি ||

রাধা কৃষ্ণের দোলযাত্রা /দোল পূর্ণিমা ও হোলি / শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি (Dol Purnima and Holi) রঙ খেলার জন্যই বিখ্যাত ভারতে। কিন্তু হোলির উৎপত্তি কিভাবে? ভক্ত প্রহ্লাদ অসুরবংশে জন্ম নিয়েও ছিলেন পরম বিষ্ণুভক্ত। তাঁকে যখন বিভিন্নভাবে চেষ্টা করেও হত্যা করা যাচ্ছিল না, তখন হিরণ্যকিশপুর বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুলে প্রবেশের সিদ্ধান্ত নেন। কারন হোলিকা এই বর পেয়েছিল যে আগুনে তার কোন ক্ষতি হবে না। কিন্তু অন্যায় কাজে শক্তি প্রয়োগ করায় হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করলে বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকেও অক্ষত অবস্থায় বেঁচে যান আর ক্ষমতার অপব্যবহারের কারনে হোলিকার বর নষ্ট হয়ে যায় এবং হোলিকা পুড়ে নিঃশেষ হয়ে যান, এই থেকেই হোলি কথাটির উৎপত্তি।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কামরূপ কামাখ্যাঃ যোনি পূজা, তন্ত্র-মন্ত্র, ইতিহাস ও পুরাণ || The Untold Mysteries of Kamrup Kamakhya

Leave a Reply