You are currently viewing রাত নামলেই পাল্টে যায় রহস্যময় বৃন্দাবনের নিধিবন ||  Nidhivan Mystery of Vrindavan

রাত নামলেই পাল্টে যায় রহস্যময় বৃন্দাবনের নিধিবন || Nidhivan Mystery of Vrindavan

রাত নামলেই পাল্টে যায় রহস্যময় বৃন্দাবনের নিধিবন || Nidhivan Mystery of Vrindavan। বৃন্দাবনের নিধিবন মন্দিরে আজও শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সাথে রাস লীলা করে থাকেন। বৃন্দাবনের ভক্ত ও পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ এই নিধিবন মন্দির। এই মন্দিরেই ছড়িয়ে ছিটিয়ে আছে শ্রীকৃষ্ণের নানাবিধ লীলা যা আজও পর্যটকদেরকে সমান ভাবে আকর্ষিত করে। নিধিবনের সঙ্গে জড়িয়ে থাকা রহস্য-ঘেরা সব গল্পের আদৌ কোনও সত্যভিত্তি আছে কিনা, তা আজ বিজ্ঞানের যুগে এসেও এই রহস্যের উদঘাটন হয়নি। যুক্তিবাদী মানুষ আজও তা যুক্তি তর্কের মাধ্যমে বিচার করতে পারেনি। অনেক বৈজ্ঞানিক ও ঐতিহাসিক এই মন্দিরের রহস্য উদঘাটনের চেষ্টা করেও পারেননি। তারাও স্বীকার করেছেন যে এই মন্দিরের কিছু ঘটনা রহস্যময় যা তাদেরকেও ভাবিয়েছে। তাইতো নিধিবন আজও তীর্থযাত্রীদের কাছে আকর্ষণীয়। এখানে যে দৈবিক প্রভাব রয়েছে তা আর কারো অজানা নয়। তাই রহস্যময় এই পৌরাণিক মন্দিরে এসে আপনি মুগ্ধ হবেনই। আসুন দর্শক, আমরাও দেখে আসি কি সেই মনমোহিনী রহস্য লুকিয়ে আছে নিধিবনের বাকে বাঁকে।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  হিংলাজ মন্দিরঃ দেবী সতীর ব্রহ্মরন্ধ্র পতিত হয়েছিল যেখানে।

Leave a Reply