You are currently viewing মহাভারতের অভিনেতা-অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? Remuneration of Mahabharat Actors

মহাভারতের অভিনেতা-অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন? Remuneration of Mahabharat Actors

প্রায় ৫০০০ বছর আগে ঘটে যাওয়া মহাভারতের ঘটনাগুলোকে ডিজিটাল মিডিয়াতে চিত্রায়ণ করা অত্যন্ত দুরূহ এবং দুঃসাধ্য একটি কাজ। তবে বিপুল পরিমান অর্থ, সময় ও শ্রম বিনিয়োগ করে ২০১৩ সালে স্বস্তিক প্রোডাকশানের ব্যানারে নির্মিত ও স্টার প্লাসে প্রচারিত হয়েছিল মহাভারত সিরিয়ালটি। এবং এই সিরিয়ালটি ছিল সেই সময় পর্যন্ত ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল ধারাবাহিক। আপনি জেনে আশ্চর্য হবেন, প্রায় ৪৫০ বই-পুস্তক পড়ে, ৪ বছর ধরে রিসার্স করে এবং ১০০ কোটি রূপী বাজেটে নির্মাণ করা হয়েছিল এই মহাভারত সিরিয়ালটি। তাছাড়া বিজ্ঞাপন ও বিপণনের উদ্দ্যেশ্যে ব্যয় করা হয়েছিল আরো কুড়ি কোটি টাকা। এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগে, তাহলে মহাভারতের অভিনেতা-অভিনেত্রীরা কে কত পারিশ্রমিক পেয়েছিলেন? আসলে অফিসিয়ালি স্বস্তিক প্রোডাকশানের পক্ষ থেকে পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন পত্র-পত্রিকা এবং অভিনেতা-প্রযোজকদের সাক্ষাৎকার থেকে এ বিষয়ে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। তো চলুন দর্শক জেনে নেওয়া যাক মহাভারতের অভিনেতা-অভিনেত্রীরা এই সিরিয়ালে অভিনয় করে কে কত পারিশ্রমিক পেয়েছিলেন। তবে শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিয়োটি তথ্যপূর্ণ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিয়োতে একটি লাইক দিয়ে যাবেন।

১. সত্যবতীঃ

মহাভারতের এক অতি প্রভাবশালী নারী চরিত্র হচ্ছেন রাজমাতা সত্যবতী। মহাভারত সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালী অভিনেত্রী শায়ন্তনী ঘোষ। এই সিরিয়ালে তার অভিনীত এপিসোডের সংখ্যা ১২৪ টি। এবং প্রত্যেক এপিসোডে কুড়ি হাজার টাকা হিসেবে তিনি এই সিরিয়াল থেকে সর্বোমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ২৫ লক্ষ টাকা।

সত্যবতী (শায়ন্তনী ঘোষ)
সত্যবতী (শায়ন্তনী ঘোষ)

২. পাণ্ডুঃ

মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পাণ্ডু চরিত্রে রূপদান করেছিলেন অরুণ সিং রানা নামের এই অভিনেতা। প্রাপ্ত তথ্য মতে, তিনি এই সিরিয়ালে ১২৪টি এপিসোডে অভিনয় করেছিলেন এবং প্রত্যেক এপিসোড থেকে তিনি পারিশ্রমিক হিসেবে লাভ করেছিলেন কুড়ি হাজার টাকা। সুতারাং, সমগ্র সিরিয়ালে অভিনয় করার জন্য তিনি সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ২৫ লক্ষ টাকা।

পাণ্ডু (অরুণ সিং রানা)
পাণ্ডু (অরুণ সিং রানা)

৩. দুঃশাসনঃ

মহাভারতের অন্যতম খলনায়ক ছিলেন দুঃশাসন। আসুরিক প্রবৃত্তি সম্পন্ন এবং ক্রুর এই চরিত্রটিকে রূপদান করেছিলেন নির্ভয় ওধওয়া নামক এই বলিষ্ট অভিনেতা। সূত্র বলছে, এই সিরিয়ালে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে প্রত্যেক এপিসোডে কুড়ি হাজার টাকা প্রাপ্ত হতেন তিনি। নির্ভয় অয়াধওয়া এই সিরিয়ালে অভিনয় করেছিলেন মোট ১৭৯টি এপিসোডে। এ থেকে অনুমান করা যায়, মহাভারত সিরিয়াল থেকে তিনি প্রায় ৩৬ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে প্রাপ্ত হয়েছিলেন।

দুঃশাসন (নির্ভয় ওধওয়া)
দুঃশাসন (নির্ভয় ওধওয়া)

৪. অশ্বত্থামাঃ

মহাভারতের এক দুর্ধর্ষ চরিত্র অশ্বত্থামা। গুরু দ্রোণাচার্যের পুত্র, দুষ্ট দুর্যোধনের পরম মিত্র এবং অপ্রতিরোধ্য যোদ্ধা শিবাংশ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন অংকিত মোহান নামের এই অভিনেতা। জানা যায় মহাভারত সিরিয়ালে অভিনয় করার জন্য তিনি প্রত্যেক এপিসোডে কুড়ি হাজার টাকা পারিশ্রমিক প্রাপ্ত হতেন। এবং তার অভিনীত ২৫৩টি এপিসোড থেকে তার মোট প্রাপ্তি প্রায় ৫০ লক্ষ টাকা।

অশ্বত্থামা (অঙ্কিত মোহন)
অশ্বত্থামা (অঙ্কিত মোহন)

৫. শুভদ্রাঃ

মহাভারত সিরিয়ালে ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী, যোগমায়া ও অর্জুনের পত্নী সুভদ্রার চরিত্রে অভিনয় করেছিলেন বিভা আনন্দ নামের এই অভিনেত্রী। সূত্রমতে, তিনি প্রত্যেক এপিসোড থেকে পারিশ্রমিক হিসেবে প্রাপ্ত হতেন ২৫০০০ টাকা। সেই হিসেবে ১৭৩ টি এপিসোডে অভিনয় করা বিভা আনান্দ সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ৪৩ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ  দীপাবলির পিছনের ১০ পৌরাণিক কাহিনী || 10 Mythological Stories of Diwali || Festival of Lights
সুভভ্রা (বিভা আনন্দ)
সুভভ্রা (বিভা আনন্দ)

৬. দ্রোণাচার্যঃ

কুরু-পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্য মহাভারতের এক অতি গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রধান চরিত্র। এবং এই চরিত্রে অভিনয় করেছিলেন নিসার খান নামের এই অভিনেতা। সূত্র বলছে মহাভারতের প্রত্যেক এপিসোডে ২৫০০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এবং ২৫৩টি এপিসোডে অভিনয় করে তিনি সর্বসাকুল্যে পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ৬৩ লক্ষ টাকা।

দ্রোণাচার্য (নিসার খান)
দ্রোণাচার্য (নিসার খান)

৭. বিদুরঃ

দাসীর গর্ভে জন্ম নেওয়া যমরাজের পার্থিব অবতার ছিলেন মহামতি বিদুর। স্টার প্লাস মহাভারতে বিদুর চরিত্রে অভিনয় করেছিলেন নবীন জিঙ্গার নামের এই অভিনেতা। ২৫৩ টি এপিসোডে অভিনয় করা নবীন জিঙ্গার প্রত্যেক এপিসোডে লাভ করেছিলেন ২৫ হাজার টাকা। এবং সেই হিসেবে মহাভারত সিরিয়াল থেকে প্রাপ্ত তার মোট পারিশ্রমিকের পরিমান প্রায় ৬৩ লক্ষ টাকা।

বিদুর (নবীন জিঙ্গার)
বিদুর (নবীন জিঙ্গার)

৮. সহদেবঃ

পঞ্চপাণ্ডবের মধ্যে সর্ব-কনিষ্ঠ ছিলেন সহদেব। মহাভারত সিরিয়ালে এই সহদেবের চরিত্রে অভিনয় করেছিলেন লাবন্য ভরদ্বাজ নামের এই অভিনেতা। এই সিরিয়ালে অভিনয় করার জন্য তিনি প্রতি এপিসোডে পারিশ্রমিক পেতেন ২৫ হাজার টাকা। এবং সমগ্র মহাভারত সিরিয়ালে তিনি অভিনয় করেছিলেন ২৫৩ টি এপিসোডে। এবং সেই হিসেবে তার অর্জিত মোট পারিশ্রমিকের পরিমান প্রায় ৬৩ লক্ষ টাকা।

সহদেব (লাবণ্য ভরদ্বাজ)
সহদেব (লাবণ্য ভরদ্বাজ)

৯. নকুলঃ

দেবী মাদ্রীর গর্ভে জন্ম নেওয়া জমজ ভ্রাতাদের মধ্যে অগ্রজ ছিলেন নকুল। মহাভারত ধারাবাহিকটিতে এই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিনয় রানা নামের এই অভিনেতা। পারিশ্রমিকের বিচারে তিনিও প্রতি এপিসোডের জন্য ২৫ হাজার টাকা প্রাপ্ত হতেন। এবং ২৫৩টি এপিসোডে অভিনয় করার জন্য তিনি সর্বমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ৬৩ লক্ষ টাকা।

নকুল (বিনয় রানা)
নকুল (বিনয় রানা)

১০. ব্রুশালীঃ

মহাবীর কর্ণের একাধিক স্ত্রীর কথা জানা গেলেও, মহাভারত সিরিয়ালে কর্ণের স্ত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছে শুধুমাত্র ব্রুশালীকে। চরিত্রগতভাবেই ব্রুশালী কিছুটা ম্লান হলেও এই চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন নাজিয়া হাসান সাইদ নামের এই অসামান্যা অভিনেত্রী। আর এর জন্য তিনি পেয়েছিলেন এপিসোড প্রতি ২৫ হাজার টাকা। এবং একশো কুড়িটি এপিসোড মিলিয়ে তার মোট উপার্জন ছিল প্রায় ৩০ লক্ষ টাকা।

ব্রুশালী (নাজিয়া হাসান সায়েদ)
ব্রুশালী (নাজিয়া হাসান সায়েদ)

১১. শিখণ্ডীঃ

মহাভারতের আরো এক প্রভাবশালী এবং কেন্দ্রীয় চরিত্র হচ্ছেন শিখণ্ডী। শিখণ্ডীর এই চরিত্রকে রূপদান করার জন্য বেছে নেওয়া হয়েছিল শিখা সিং নামের এই অসাধারণ অভিনেত্রীকে। শিখা সিং প্রত্যেক এপিসোডের জন্য প্রাপ্ত হয়েছিলেন ২৫ হাজার টাকা। এবং তিনি যে ১৩৩টি এপিসোডে অভিনয় করেছিলেন সেই সুবাদে তার মোট পারিশ্রমিক দাঁড়িয়েছিল প্রায় ৩৩ লক্ষ টাকায়।

শিখণ্ডী (শিখা সিং)
শিখণ্ডী (শিখা সিং)

১২. দ্রুপদঃ

গুরু দ্রোণাচার্যের চরম শত্রু, পঞ্চপাণ্ডবের শ্বশুর ও কুরুক্ষেত্রের যুদ্ধের এক মহানায়ক ছিলেন রাজা দ্রুপদ। তার এই গুরুগম্ভীর চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল সুদেশ বেরী নামের এই অভিজ্ঞ অভিনেতাকে। সুদেশ বেরী প্রত্যেক এপিসোডে অভিনয় করার জন্য প্রাপ্ত হয়েছিলেন ২৫ হাজার টাকা। এবং ১৭৮টি এপিসোডে অভিনয় করে তিনি উপার্জন করেছিলেন প্রায় ৪৫ লক্ষ টাকা।

দ্রুপদ (সুদেশ বেরী)
দ্রুপদ (সুদেশ বেরী)

১৩. উত্তরাঃ

বিরাট দেশের রাজকন্যা, অভিমন্যুর পত্নী, এবং রাজা পরীক্ষিতের মাতা ছিলেন উত্তরা। মহাভারত সিরিয়ালে এই গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছিলেন ১৭ বছর বয়সী রিচা মুখার্জী। প্রত্যেক্টি পর্বে অভিনয় করার জন্য তিনি পেয়েছিলেন ২৫ হাজার টাকা। এবং ১২৫টি এপিসোডে উত্তরার চরিত্রে রূপদান করে তিনি উপার্জন করেছিলেন প্রায় ৩১ লক্ষ টাকা।

উত্তরা (রিচা মুখার্জী)
উত্তরা (রিচা মুখার্জী)

১৪. ধৃষ্টদ্যুম্নঃ

গুরু দ্রোণাচার্যকে বধের উদ্দেশ্যে যজ্ঞাগ্নি থেকে উদ্ভূত মহাভারতের চরিত্রটি হচ্ছে ধৃষ্টদ্যুম্ন। পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্নের এই চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল টিভি অভিনেতা কারান সূচাক কে। কারান সূচাক প্রত্যেক এপিসোডে অভিনয় করার জন্য পেয়েছিলেন ৩০ হাজার টাকা। এবং তার ১৭৮টি এপিসোড থেকে তিনি সর্বমোট উপার্জন করেছিলেন প্রায় ৫৩ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ  মহাভারতের শহরগুলো / স্থানসমূহ এখন কোথায়? Present Locations of Cities Mentioned in Mahabharat.
ধৃষ্টদ্যুম্ন (কারান সূচাক)
ধৃষ্টদ্যুম্ন (কারান সূচাক)

১৫. গান্ধারীঃ

গান্ধার রাজ্যের অতি সুন্দরী রাজকন্যা, গান্ধাররাজ শকুনির প্রিয় ভগিনী, রাজা ধৃতরাষ্ট্রের স্ত্রী এবং শত কৌরবের জননী মহাজ্ঞানী গান্ধারী। মহাভারতের এই অতি গুরুত্বপুর্ণ নারী চরিত্রে মাত্র ১৮ বছর বয়সে রূপদান করেছিলেন রিয়া দীপসি নামের এই অভিনেত্রী। তার অসামান্য অভিনয় দক্ষতার জন্য প্রত্যেক এপিসোডে তিনি পারিশ্রমিক পেতেন ৩০ হাজার টাকা। এবং এই সিরিয়ালে তার অভিনীত ২৫৩টি এপিসোডের জন্য তিনি লাভ করেছিলেন প্রায় ৭৬ লক্ষ টাকা।

গান্ধারী (রিয়া দিপসি)
গান্ধারী (রিয়া দিপসি)

১৬. অভিমন্যুঃ

মহাভারতের অন্যতম নির্ভীক এবং বীর যোদ্ধা ছিলেন অভিমন্যু। অর্জুন-সুভদ্রার সুপুত্র এবং ভগবান শ্রীকৃষ্ণের ভাগিনেয় অভিমন্যু চরিত্রে অভিনয় করেছিলেন পরশ আরোরা নামের এই অভিনেতা। মাত্র ১৯ বছর বয়সে মহাভারতের প্রত্যেক এপিসোডের জন্য তিনি পারিশ্রমিক পেতেন ৩৫০০০ টাকা। এবং তার অভিনীত ১২৫টি এপিসোড থেকে তিনি সর্বোমোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ৪৪ লক্ষ টাকা।

অভিমন্যু (পরশ আরোরা)
অভিমন্যু (পরশ আরোরা)

১৭. কুন্তীঃ

মহাভারতের আরও একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র হচ্ছেন পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী। ২০১৩ সালের মহাভারত সিরিয়ালে এই চরিত্রটিকে বাস্তবতার সাথে ফুটিয়ে তুলেছিলেন সাফাক নাজ নামের এই অভিনেত্রী। বলা হচ্ছে, সাফাক নাজ প্রত্যেক এপিসোড থেকে পারিশ্রমিক নিতেন ৩৫ হাজার টাকা। এবং তার অভিনীত ২৫৩টি এপিসোডের পারিশ্রমিক হিসেব করলে দেখা যায়, তিনি সর্বসাকুল্যে প্রায় ৮৯ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে লাভ করেছেন।

কুন্তী (সাফাক নাজ)
কুন্তী (সাফাক নাজ)

১৮. বলরামঃ

শেষনাগের অবতার তথা পূর্বজন্মের লক্ষ্মণ দ্বাপরে এসেছিলেন বলরাম রূপে। এই তেজদীপ্ত চরিত্রটিকে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল তরুন খান্না নামের এই অভিজ্ঞ অভিনেতাকে। তরুন খান্না প্রতি এপিসোডে পারিশ্রমিক পেয়েছিলেন ৩৫ হাজার টাকা। এবং একশো কুড়িটি এপিসোড থেকে তার মোট আয় ছিল প্রায় ৪২ লক্ষ টাকা।

বলরাম (তরুন খান্না)
বলরাম (তরুন খান্না)

১৯. যুধিষ্ঠিরঃ

সততা, ন্যায়নিষ্ঠতা, দয়া, ক্ষমা ও ধর্মের প্রতিভূ ছিলেন মহাভারতের যুধিষ্ঠির। মহাভারত সিরিয়ালে এই ধার্মিক চরিত্রটিতে রূপদান করার জন্য নির্বাচন করা হয়েছিল রোহিত ভরদ্বাজ নামের এই গুণী অভিনেতাকে। রোহিত ভরদ্বাজ যুধিষ্ঠির চরিত্রটি দান করেছিলেন এক অনবদ্য ও শৈল্পিক রূপ। সূত্র বলছে, যুধিষ্ঠির চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য প্রত্যেক এপিসোড থেকে ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন রোহিত। এবং তার অভিনয় করা ২৫৩টি এপিসোড থেকে তার মোট উপার্জন ছিল প্রায় ১ কোটি ১ লক্ষ টাকা।

যুধিষ্ঠির (রোহিত ভরদ্বাজ)
যুধিষ্ঠির (রোহিত ভরদ্বাজ)

২০. ধৃতরাষ্ট্রঃ

ক্ষমতা, অহংকার ও পুত্রস্নেহে অন্ধ এক চরিত্র হচ্ছে মহাভারতের ধৃতরাষ্ট্র। জন্মান্ধ এই চরিত্রটিকে মহাভারত সিরিয়ালে অত্যন্ত নিপুনভাবে ফুটিয়ে তুলেছিলেন ঠাকুর অনুপ সিং নামের এই অভিনেতা। তবে তার প্রাপ্ত পারিশ্রমিকও তার অভিনয়দক্ষতার সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। প্রাপ্ত তথ্যমতে, তিনি মহাভারত সিরিয়ালে অভিনয় করার জন্য প্রত্যেক এপিসোড থেকে আয় করতেন ৬০ হাজার টাকা। এবং ২৫৩টি এপিসোডে অভিনয় করার সুবাদে তিনি সর্বসাকুল্যে পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা।

ধৃতরাষ্ট্র (ঠাকুর অনুপ সিং)
ধৃতরাষ্ট্র (ঠাকুর অনুপ সিং)

২১. শকুনিঃ

দূর্যোধনের নেপথ্যে থাকা অত্যন্ত কূটবুদ্ধিসম্পন্ন, ধূর্ত ও কূটকৌশলে সিদ্ধহস্ত ব্যক্তিটির নাম শকুনি। তাই এই চরিত্রের জন্য প্রয়োজন ছিল অতি উচ্চমানের একজন অভিনেতার। এবং বলাই বাহুল্য মহাভারত সিরিয়ালে সে দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছিলেন পুনীত ভাট নামের এই অসাধারণ অভিনেতা। পুনিত ভাট প্রত্যেক এপিসোডে পারিশ্রমিক পেয়েছিলেন ৬৫ হাজার টাকা। এবং ২৫৮টি এপিসোড থেকে তার মোট উপার্জন ছিল প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকা।

শকুনী (প্রণীত ভাট)
শকুনী (প্রণীত ভাট)

২২. ভীমঃ

পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় বলিষ্ট ও শত কৌরবকে বধকারী চরিত্রটি হচ্ছে ভীম। মহাভারত ধারাবাহিকে এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল ভারতীয় পেশাদার কুস্তিগীর সৌরভ গুরজারকে। পেশায় অভিনেতা না হয়েও ভীম চরিত্রে অনবদ্য অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি। তার অসামান্য অভিনয়দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রত্যেক এপিসোডের জন্য তার পারিশ্রমিক নির্ধারন করা হয়েছিল ৭০০০০ টাকা। এবং ২৫৩টি পর্বে অভিনয় করার জন্য তার সর্বমোট পারিশ্রমিক দাঁড়িয়েছিল প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকায়।

আরও পড়ুনঃ  আরতি কি ও কেন করা হয়? আরতির উপকরণ || সময় || নিয়ম || কারন, গুরুত্ব ও মাহাত্ম্য || Aarti in Hinduism
ভীম (সৌরভ গুরজার)
ভীম (সৌরভ গুরজার)

২৩. দুর্যোধনঃ

মহাকাব্য মহাভারতের প্রধান খল চত্রটির নাম দুর্যোধন। শঠতা, নিষ্ঠুরতা, পরশ্রীকাতরতা, লোভ, হিংসা প্রভৃতি দোষে দুষ্ট ছিল দুর্যোধনের চরিত্র। আর এই খল চরিত্রে অভিনয় করার জন্য নির্বাচন করা হয়েছিল অর্পিত রংকা নামের এই প্রখ্যাত অভিনেতাকে। এবং দুর্যোধন চরিত্রের সকল দিকগুলো নিখুতভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন টিভির পর্দায়। এবং মহাভারত সিরিয়ালে তার এই অসামান্য অবদানের প্রতিদান হিসেবে প্রত্যেক এপিসোডে তাকে পারিশ্রমিক হিসেবে প্রদান করা হত ৮০ হাজার টাকা। এবং ২৫৮টি এপিসোডে অভিনয় করে তিনি মোট পারিশ্রমিক পেয়েছিলেন প্রায় ২ কোটি ৬ লক্ষ টাকা।

দুর্যোধন (অর্পিত রংকা)
দুর্যোধন (অর্পিত রংকা)

২৪. ভীষ্মঃ

মহাভারতের এক দীর্ঘ চরিত্র পিতামহ ভীষ্ম। সেই সাথে গুরুগম্ভীরতা, দায়িত্ব, বীরত্ব এবং জ্ঞানের এক বিরল মিশ্রণ ঘটেছিল ভিষ্মের চরিত্রে। তো মহাভারত সিরিয়ালে এরকম একটি কিংবদন্তিতুল্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন আরাভ চৌধুরী নামের এই অসামান্য অভিনেতা। শুরু থেকে শেষ পর্যন্ত তার অভিনয় ছিল চোখে পড়ার মত। আর একারনে প্রত্যেক এপিসোডে ৯০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। এবং তার অভিনীত ২৫৬টি এপিসোড থেকে তিনি সর্বসাকুল্যে প্রাপ্ত হয়েছিলেন প্রায় ২কোটি ৩০ লক্ষ টাকা।

ভীষ্ম (আরাভ চৌধুরী)
ভীষ্ম (আরাভ চৌধুরী)

২৫. কর্ণঃ

স্বয়ং সূর্যদেব ও মাতা কুন্তীর সন্তান হওয়ার সত্ত্বেও, এবং ধনুর্বিদ্যায় এক অসামান্য প্রতিভাধর কিংবদন্তি হওয়ার সত্ত্বেও কর্ণের জীবন ছিল অভিশাপ, বঞ্চনা ও অপ্রাপ্তির এক বিরাট ভাণ্ডার। আর মহাভারত সিরিয়ালে এই চরিত্রে অভিনয় করার গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছিল অহম শর্মা নামের এই অনন্যসাধারণ অভিনেতাকে। শক্তিমান এই অভিনেতা প্রত্যকে এপিসোডে অভিনয় করার পারিশ্রমিক হিসেবে উপার্জন করেছিলেন ১ লক্ষ টাকা। এবং ২৬৫টি এপিসোড মিলিয়ে তার আনুমানিক মোট আয় দাঁড়িয়েছিল  প্রায় ২ কোটি ৬৫ লক্ষ টাকায়।

কর্ণ (অহম শর্মা)
কর্ণ (অহম শর্মা)

২৬. দ্রৌপদীঃ

মহাভারতের কেন্দ্রীয় নারী চরিত্রটি হচ্ছে দ্রৌপদী। তাই এরকম প্রভাবশালী, গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রধান নারী চরিত্রের অভিনেত্রী খুজে পাওয়াও ছিল দুঃসাধ্য। তো মহাভারত সিরিয়ালে এই চরিত্রে রূপদান করেছিলেন পূজা শর্মা নামের এই গুনী অভিনেত্রী। এবং দ্রৌপদী চরিত্রে তার অভিনয়ও ছিল অত্যন্ত নিখুত ও সাবলীল। তবে এই অনবদ্য অভিনয়ের পারিশ্রমিকও ছিল বেশ মোটা অঙ্কের। সূত্র বলছে প্রতি এপিসোডে পূজা শর্মা পারিশ্রমিক নিয়েছিলেন দেড় লক্ষ টাকা। এবং মোট ২৫৮টি এপিসোডে অভিনয় করার জন্য তিনি উপার্জন করেছিলেন প্রায় ৩ কোটি ৮৭ লক্ষ টাকা।

দ্রৌপদী (পূজা শর্মা)
দ্রৌপদী (পূজা শর্মা)

২৭. অর্জুনঃ

মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা এবং পঞ্চপাণ্ডবের নয়নমণি ছিলেন অর্জুন। ধনুর্বিদ্যায় তার অসামান্য দখল ও বীরত্ব তাকে দাঁড় করিয়েছে ইতিহাসের শেষ্ঠ যোদ্ধাদের সারিতে। তো ২০১৩ সালের মহাভারত সিরিয়ালে এই অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহীর শেখ নামের এই সুদর্শন ও মনোহর অভিনেতা। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছিলেন কোটি কোটি মানুষের হৃদয়। বলাই বাহূল্য মহাভার সিরিয়ালে অভিনয় করে তিনি পেয়েছিলেন ২য় সর্বোচ্চ পারিশ্রমিক। অর্থাৎ প্রত্যেক এপিসোডের জন্য তার পারিশ্রমিক ছিল ২ লক্ষ টাকা। এবং ২৬৭টি এপিসোডে অভিনয় করে তার মোট অর্জিত পারিশ্রমিক ছিল প্রায় ৫ কোটি ৩৪ লক্ষ টাকা।

অর্জুন (শাহীর শেখ)
অর্জুন (শাহীর শেখ)

২৮. ভগবান শ্রীকৃষ্ণঃ

মহাভারতের মহানায়ক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং তাকে ডিজিটাল মিডিয়ায় রূপদান করা ছিল এক অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এবং এই কাজটি একেবারে নিখুতভাবে করে দেখিয়েছিলেন সৌরভ রাজ জৈন। তার অভিনয়, বেশভূষা, শারীরিক ভাষা, দৃষ্টি, এবং চাল-চলনে মুগ্ধ হয়েছিলেন এদেশের কোটি কোটি কৃষ্ণভক্ত। এবং বলাই বাহুল্য তিনিই ছিলেন মহাভারত সিরিয়ালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। আপনি জেনে অবাক হবেন, প্রত্যেক এপিসোড থেকে তার উপার্জনের পরিমান ছিল  আড়াই লক্ষ টাকা। এবং তিনি যে ২৬৭টি এপিসোডে অভিনয় করেছিলেন সেখান থেকে তার মোট উপার্জন দাঁড়ায় প্রায় ৬ কোটি ৬৮ লক্ষ টাকা।

শ্রীকৃষ্ণ (সৌরভ রাজ জৈন)
শ্রীকৃষ্ণ (সৌরভ রাজ জৈন)

Rate this post

Leave a Reply