You are currently viewing সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৩-২০২৪)। পূর্ণগ্রাস, বলয় গ্রাস গ্রহণের তালিকা।

সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৩-২০২৪)। পূর্ণগ্রাস, বলয় গ্রাস গ্রহণের তালিকা।

সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৩-২০২৪) এর তালিকা অনুসারে বর্তমান বছরে মোট তিনটি সূর্যগ্রহণ ঘটবে। এবং তিনটি সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য। আসুন জেনে নেওয়া যাক ২০২৩-২০২৪ সালের (১৪৩০) সালের সূর্যগ্রহণের তালিকা।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৩)
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৩)

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)

( ভারতবর্ষে অদৃশ্য )

৬ই বৈশাখ, ভাঃ ৩০শে চৈত্র, ইং ২০শে এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৩ খ্রীঃ।

  • গ্রহণ স্পর্শ ( আরম্ভ ) _ ঘ ৭ । ০৫ মিঃ।
  • গ্রহণের মধ্যভাগ আরম্ভ _ঘ ৯ । ৪২ মিঃ ।
  • গ্রহণ মধ্য _ ঘ ৯ । ৪৭ মিঃ।
  • গ্রহণের মধ্যভাগ সমাপ্তি _ ঘ ৮ । ০৭ মিঃ।
  • গ্রহণ মোক্ষ ( সমাপ্তি ) _ ঘ ১২ । ২৯ মিঃ।
  • গ্রাসমান _ ১.০১৩।
  • গ্রহণ স্থিতি_ ৫ ঘঃ ২৪মিঃ।
  • গ্রহণের মধ্যভাগ স্থিতি_ ৩ঘঃ ২০মিঃ।

গ্রহণদৃশ্যঃ

এই গ্রহণ আন্টার্কটিকা , অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভারতমহাসাগরের দক্ষিণভাগে এবং প্রশান্তমহাসাগরের দক্ষিনভাগে দৃশ্য হইবে ।

(অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি- নিষেধ নাই)।

 

বলয়গ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)
বলয়গ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)

বলয়গ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)

(ভারতবর্ষে অদৃশ্য)

২৬শে আশ্বিন, ভাঃ ২২শে আশ্বিন, ইং ১৪ই অক্টোবর, শনিবার, ২০২৩ খ্রীঃ।

  • গ্রহণ স্পর্শ ( আরম্ভ ) _ রাত্রি ঘ ৮ । ৩৪ মিঃ।
  • বলয়গ্রাস আরম্ভ _ রাত্রি ঘ ৯ । ৪২ মিঃ।
  • গ্রহণ মধ্য _ রাত্রি ঘ ১১ । ৩০ মিঃ।
  • বলয়গ্রাস সমাপ্তি _ রাত্রি ঘ ১ । ১৭ মিঃ।
  • গ্রহণ মোক্ষ( সমাপ্তি) _ রাত্রি ঘ ২ । ২৫ মিঃ।
  • গ্রাসমান _ ০.৯৫১।
  • গ্রহণ স্থিতি _ ৫ ঘঃ ৫১ মিঃ।
  • বলয়গ্রাস স্থিতি _ ৩ ঘঃ ৩৫ মিঃ

গ্রহণ স্থিতিঃ

এই গ্রহণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ ব্যতীত  হাওয়াই , অ্যাজোরেস  উত্তর আফ্রিকার পশ্চিম প্রান্তে, আটলান্টিকমহাসাগর এবং প্রশান্তমহাসাগরে দৃশ্য হইবে।

(অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি – নিষেধ নাই )

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১৪৩০ (২০২৪)

( ভারতবর্ষে অদৃশ্য )

২৫শে চৈত্র, ভাঃ ১৯শে চৈত্র, ইং ৮ই এপ্রিল, সোমবার,২০২৪ খ্রীঃ ( ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী )।

  • গ্রহণ স্পর্শ ( আরম্ভ ) _ রাত্রি ঘ ৯ । ১২ মিঃ।
  • পূর্ণগ্রাস আরম্ভ _ রাত্রি ঘ ১০ । ১০ মিঃ।
  • গ্রহণ মধ্য _ রাত্রি ঘ ১১ । ৪৭ মিঃ।
  • পূর্ণগ্রাস সমাপ্তি _ রাত্রি ঘ ১ । ২৫ মিঃ।
  • গ্রহণ মোক্ষ (সমাপ্তি) _ রাত্রি ঘ ২ । ২২ মিঃ।
  • গ্রাসমান _ ১.০৫৬।
  • গ্রহণ স্থিতি _ ৫ ঘ ১০ মিঃ।
  • পূর্ণগ্রাসের স্থিতি _ ৩ ঘ ১৫ মিঃ।
আরও পড়ুনঃ  চন্দ্রগ্রহণ ২০২৩ || আংশিক বা খণ্ড গ্রাস চন্দ্র গ্রহণ ১৪৩০ ||

গ্রহণদৃশ্যঃ

এই গ্রহণ উত্তর আমেরিকার আলাস্কা ব্যাতীত, মধ্য আমেরিকা, গ্রীণল্যান্ড, আইসল্যান্ড, অ্যাজোরেস, হাওয়াই সহ পলিনেসিয়া, আটলান্টিকমহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্তমহাসাগরের দক্ষিণভাগে দৃশ্য হইবে।

( অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধি-নিষেধ নাই )

আরও পড়ুনঃ

 

5/5 - (1 vote)

Leave a Reply