পুত্রের যৌবন কেড়ে নিয়ে উপভোগ করলেন পিতা, পুত্র হলেন অকাল বৃদ্ধ। যযাতি, দেবযানী, ও শর্মিষ্ঠার প্রেম।
একজন পিতা তাঁর জাগতিক ভোগ-বিলাস, অদম্য কামনা ও লালসার সমুদ্রে অবগাহন করার জন্য ছিনিয়ে নিয়েছিলেন তাঁরই পুত্রের যৌবন। আর পুত্র তাঁর পিতাকে নিজের যৌবন দান করে নিজের দেহে ধারণ করেছিলেন…