You are currently viewing শঙ্খ বা শাঁখ কিভাবে রাখবেন? না জানলে বিপদ ||

শঙ্খ বা শাঁখ কিভাবে রাখবেন? না জানলে বিপদ ||

শঙ্খ বা শাঁখ কিভাবে রাখবেন? না জানলে বিপদ || Use of Shankha: শ্বেত শুভ্র শঙ্খের ব্যাবহার হিন্দু সংস্কৃতির এক সুপ্রাচীন রীতি। স্মরণাতীত কাল থেকে পুজো-অর্চনার কাজে শঙ্খের ব্যাবহার হয়ে আসছে শুদ্ধতা ও সংস্কৃতির প্রতীক হিসেবে। শাস্ত্র মতে নিত্য পুজো শুরু করার আগে এবং পরে যদি নিয়ম করে শঙ্খ বাজানো যায়, তাহলে গৃহস্থের অন্দরে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনও খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ফিরে যায় ভাগ্যও। ফলে জীবন সুখ-শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। শুধু তাই নয়, শুভ শক্তির উপস্থিতির কারণে কু-দৃষ্টি এবং কালো যাদুর প্রভাবও কাটতে শুরু করে। এই কারণেই তো প্রতিদিন শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়ে থাকে। কিন্তু বাড়িতে শংখ রাখার বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় নইলে ঠিক বিপরীত ঘটনা ঘটে গৃহস্তের সাথে। বেশ কিছু স্টাডি করে দেখা গেছে প্রায় ৭০ শতাংশ মানুষই শঙ্খের ক্ষমতা সম্পর্কে জানেন না। তাই ঠিক মতো রাখতে না পারার কারণে অজান্তেই নেগেটিভ শক্তির বিকাশ ঘটতে শুরু করে বাড়ির অন্দরে। আর নেগেটিভ শক্তি যত শক্তিশালী হয়, তত ভাগ্য খারাপ হতে শুরু করে। তাই এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে আপনার বা আপনার পরিবারের কারও কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। তাই যারা বাড়িতে শংখ রাখেন তারা অবশ্যই এই গুরুত্বপুর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  সপ্তর্ষি কি এবং কারা? যুগ, মহাযুগ, মনন্ত্বর, কল্প ও পরযুগের সপ্তর্ষিবৃন্দ || Saptarshi- Seven Sages

Leave a Reply