You are currently viewing রাম কেন অবতার, শ্রীকৃষ্ণ কেন ভগবান?  Why Rama is Avatar and Shri Krishna is God Himself?

রাম কেন অবতার, শ্রীকৃষ্ণ কেন ভগবান? Why Rama is Avatar and Shri Krishna is God Himself?

রাম কেন অবতার, শ্রীকৃষ্ণ কেন ভগবান? Why Rama is Avatar and Shri Krishna is God Himself: বৈষ্ণব দর্শনে, কোনো বিশেষ উদ্দেশ্যে মর্ত্যে অবতীর্ণ ভগবান বিষ্ণুর পরম সত্ত্বাকে অবতার নামে অভিহিত করা হয়। তো সাধারনভাবে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর ১০টি অবতার আমাদের কাছে মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বলরাম ও কল্কি নামেই পরিচিত। তবে, মতভেদ দেখা যায় এই দশ অবতারের পুর্ণ তালিকায়। দক্ষিণ ভারতে বলরামকে দশাবতারের তালিকাভুক্ত করা হলেও এই মত অনুসারে, বুদ্ধের অবতারত্ব স্বীকৃত নয়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল অসংখ্য গ্রন্থে কৃষ্ণকে অবতার তালিকার বাইরে রাখা হয়েছে।একাধিক মধ্যযুগীয় ধর্মসম্প্রদায়ে কৃষ্ণ স্বয়ং ভগবান নামে পরিচিত। গৌড়ীয় বৈষ্ণব, বল্লভ সম্প্রদায়, ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে তিনি সকল অবতারের উৎস। নিম্বার্ক মতে, কৃষ্ণ আবার শুধু সকল অবতারের উৎসই নন, তিনি স্বয়ং বিষ্ণুরও উৎস। কোনো কোনো তালিকা অনুসারে, বলরাম তথা কৃষ্ণের জ্যেষ্ঠভ্রাতা গৌতম বুদ্ধের স্থলে বিষ্ণুর নবম অবতার। ভাগবত পুরাণ –এর মতে দ্বাপরযুগে শিষনাগের অবতার রূপে বলরামের আবির্ভাব। অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায়ে তিনি অবতাররূপে পূজিত হন। এই সকল তালিকায় গৌতম বুদ্ধের নাম দেখা যায় না। যাইহোক, আজকের আলোচনায় আমরা জানতে চাই অবতার ও ভগবানের পার্থক্য। জানতে চাই শ্রীকৃষ্ণকে অবতার না বলে ভগবান বলা হয় কেন এবং অন্যদিকে অন্য নয়টি অবতারের প্রতিনিধিরূপে শ্রীরামকে কেন অবতার বলা হয় ?

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  অষ্টাবক্র মুনিঃ মাতৃগর্ভেই অভিশপ্ত , আশির্বাদে মুক্তি। Astavakra Muni

Leave a Reply