শিব (Shiva), শিবলিঙ্গ (Shivlinga, Shivling) পূজা কেন করা হয়, শিবের মাথায় বাঁকা চাঁদ, নীলকণ্ঠ, গলায় সাপ, ত্রিশুল, রুদ্রাক্ষ, বাঘের চামড়া, ইত্যাদি নিয়ে আমাদের কৌতূহলের সীমা নেই। খোদ সনাতন ধর্মালম্বীদের মধ্যে অনেকেই এসকল খুঁটিনাটি তথ্যগুলো জানেন না। তাই শিব ও শিবলিঙ্গ সম্পর্কে আপনাদের মনে জমে থাকা সকল প্রশ্নের উত্তর দিতেই আমাদের আজকের আয়োজন। আশা করি এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে, শিব ও শিবলিঙ্গ সম্পর্কে যাবতীয় তত্ত্ব তথা শিবতত্ত্ব বিস্তারিতভাবে জানতে পারবেন।