কে কে অভিশাপ দিয়েছিল রাবণকে? || অভিশপ্ত রাবণ ||

অভিশপ্ত রাবণ/ শাপিত রাবন / Cursed Ravan. মহাকাব্য ‘রামায়ণ’-এর খলনায়ক রাবণকে পুরোপুরি কালো রংয়ে আঁকেননি বাল্মীকি । অজস্র গুণ ছিল লঙ্কাধিপতির। কিন্তু এমন কিছু দোষ তাঁর চরিত্রে বিদ্যমান ছিল, যা তাঁর পতনকে অবধারিত করে তোলে। রামচন্দ্রের হাতে তাঁর চূড়ান্ত পতনের আগে বেশ কয়েকবার সম্মুখীন হতে হয়েছে অভিশাপের। তাঁর কৃতকর্মের জন্যই বার বার তাঁকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অভিশাপ পেতে হয়েছে। এবং এই অভিশাপগুলিই সম্মিলিতভাবে রাবণের মতো মহাপরাক্রমশালীর পতনকে অনিবার্য করে তোলে। কারা দিয়েছিলেন সেই সব অভিশাপ? আর কী ছিল রাবণের কৃতকর্ম? #Ravana #Ramayana # Rama

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  মহাভারতের লক্ষ লক্ষ যোদ্ধাদের ভোজন কিভাবে প্রস্তুত করা হত? ভোজনে কখনো কম/বেশী হত না কেন?

Leave a Comment

error: Content is protected !!