দেবতাদের সাথে বাহন থাকে কেন? দেব দেবীদের বাহনের প্রয়োজন কি? Why Deities Need Vehicles?

দেবতাদের সাথে বাহন থাকে কেন? দেবতাদের বাহনের প্রয়োজন কি? প্রচলিত মতে, আমরা প্রায় সবাই জানি যে, প্রত্যেক দেব-দেবীর একটি করে বাহন আছে। বলা হয়, সেই সব বাহন ঐ সব দেব-দেবীকে বহন করে থাকে নানা স্থানে। কিন্তু একটু ভাবুন তো, দেব-দেবীদের এই বাহনের ধারণাটা কি সত্যিই বাস্তবসম্মত নাকি মিথ্যা বা ভুল ধারণা। কারণ, প্রত্যেক দেব-দেবী এমনিতেই অসীম শক্তির অধিকারী, তাদের যাতয়াতের জন্য আবার বাহনের কী প্রয়োজন? দেব-দেবীরা তাদের নিজেদের ইচ্ছামতো সূক্ষ্ম শরীরে যেখানে সেখানে এমনিতেই যাওয়া আসা করতে পারেন; এরপরও তাদের চলাচলের জন্য কোনো বাহনের প্রয়োজন আছে কী? কি ভাবছেন? খুব কঠিন কোন প্রশ্ন করে ফেললাম? না, আদতে এসমস্ত ধারনা আমাদের মনে বাসা বাঁধে যুগ যুগ ধরে প্রতিষ্ঠিত ভ্রান্ত ধারনার কারনে। কথায় বলে visuals can be deceptive অর্থাৎ, আমরা যা কিছু আমাদের চোখে দেখছি তার সরাসরি অর্থ না থেকে কোন অন্তর্নিহিত অর্থও থাকতে পারে। দেব দেবীদের বাহনের ধারনাটা অনেকটা সেইরকমই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি এর মাধ্যামে নতুন জ্ঞানের সঞ্চার হবে আপনার মধ্যে।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  দ্রৌপদীর অভিশাপে আজও ভুগছে ৫ জন | কারা সেই অভিশপ্ত? | 5 Curses of Draupadi | Folklore vs Reality

Leave a Comment

error: Content is protected !!