You are currently viewing শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন?

শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন?

আমরা অনেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের বা গোপালের পূজা করে থাকি। গৃহমন্দিরে অধষ্ঠিত গোপাল ঠাকুরকে পূজার আগে আমরা তার বিগ্রহকে সাজিয়ে তুলি বাহারী সব উপাচারে। যেমন ধরুন তাঁর মস্তকে ময়ূর পালক, হাতে বাঁশি, গায়ে নীলপীত বসন, দুই পায়ে নূপুর ইত্যাদি দিয়ে সাজানো হয় গোপালকে। এই সকল আভূষন ও অলঙ্কার দিয়ে বিভূষিত না হলে তাঁর সাজ সম্পূর্ণ হয় না। তবে অনেকেই হয়তো জানেন না শ্রী কৃষ্ণের পায়ে শোভিত নূপুর যুগল কখনও সমান হয় না। আজ আপনাদেরকে জানাবো শ্রীকৃষ্ণের বাম পায়ের নূপুর বড় এবং ডান পায়ের নূপুর ছোট কেন? এই ঘটনার সাথে জড়িয়ে আছেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, তাঁর প্রাণের ভ্রাতা লক্ষনচন্দ্র, কর্ণব মুনি এবং তাঁর গুরুদেব বিশ্বাবসু।

রামায়নে বর্ণিত হয়েছে, ত্রেতা যুগে শ্রী বিষ্ণুর অবতার রূপে রামচন্দ্র এই ধরণীতে পাপ নাশ করতে অবতীর্ণ হন। তিনি যখন তাঁর ১৪ বছরের বনবাস পালন করছিলেন তখন দুষ্ট রাবণ তাঁর সহধর্মিণী দেবী সীতাকে অপহরন করে লঙ্কায় নিয়ে যান। সীতাহরণের পর শ্রী রামচন্দ্র অত্যন্ত ভেঙে পড়েন। নানাদিকে খোঁজার পরেও যখন তিনি মাতা সীতার কোন সন্ধান পেলেন না তখন তিনি তার রামধনুকটিকে মাটিতে রেখে কাঁদছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রাণের ভাই লক্ষণও। হঠাৎ লক্ষণ দেখতে পেলেন রামচন্দ্রের চোখের জল মাটিতে পড়ছে। কিন্তু শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছেন সেখানে চোখের জল পড়লেও তা রক্ত হয়ে বয়ে যাচ্ছে। লক্ষণ ভ্রাতা রামচন্দ্র কে জিজ্ঞেস করলেন ভ্রাতা একি, আপনি কাঁদছেন, অথচ মাটিতে রক্ত দেখা যাচ্ছে কেনো? তখন রামচন্দ্র ধনুক সরিয়ে দেখেন, একটি ব্যাঙ ধনুকের নিচে চাপা পড়ে আছে, আর ধনুকের আঘাতেই ব্যাঙটির রক্ত ঝরে বয়ে যাচ্ছে। এবং সেই রক্তের উপরে শ্রীরামচন্দ্রের অশ্রু পতিত হয়ে লাল বর্ণ ধারন করছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আঘাতে রক্ত ঝরার পরেও ব্যাঙটি কোন প্রকার আর্তনাদ করছে না।

আরও পড়ুনঃ  দেবতাদের সাথে বাহন থাকে কেন? দেব দেবীদের বাহনের প্রয়োজন কি? Why Deities Need Vehicles?

শ্রী রামচন্দ্র বুঝলেন এই ব্যাঙ কোন সাধারণ ব্যাঙ নয়। তখন তিনি ব্যাঙটিকে   জিজ্ঞেস করলেন, সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো। তবে আমার ধনুকের নীচে চাপা পড়েও কেন প্রতিবাদ করলে না? উত্তরে ব্যাঙটি শ্রীরামকে প্রণাম করে বলল, “প্রভু, যখন কোন সর্প আমায় আক্রমণ করে, তখন আর্তনাদ করে আপনকে নালিশ জানাই। কিন্তু যখন আপনার কাছেই আমার প্রাণ সঙ্কটে তখন কাকে নালিশ জানাবো?” প্রসন্ন হলেন প্রভু শ্রীরামচন্দ্র। জিজ্ঞাসা করলেন, তুমি পুর্ব জন্মে কি ছিলে? ব্যাঙ তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল, “আমি পূর্বজন্মে ছিলাম কর্ণব মুনি।  বিশ্বাবসু মুনি ছিলেন আমার গুরু। গুরুর চরণ সেবা করতে গিয়ে একদিন নখের আছড় লেগেছিলো গুরুর পায়ে। তখন গুরুদেব আমায় অভিশাপ দিয়েছিলেন, আমার পরজন্মে ব্যাঙ কুলে জন্ম হবে। অভিশাপের সঙ্গে সঙ্গে গুরু আমাকে আশির্বাদও দিয়েছিলেন, ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অবতার রূপে জন্ম নিলে আমার উদ্ধার হবে।

সব কিছু শ্রবণ করার পর শ্রীরাম ব্যাঙকে বললেন অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা আহত হয়েছো, এবার বলো তোমার শেষ ইচ্ছে কি?” তখন ব্যাঙ বললো, “আমার শেষ ইচ্ছা আমার গুরু যেনো অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাই পান।” তখন রামচন্দ্র ব্যাঙটিকে বলেছিলেন, আমি যখন পরের যুগে অর্থাৎ দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবো, তখন তুমি থাকবে আমার ডান পায়ের নুপুর আর তোমার গুরুদেব বিশ্বাবসু হবেন আমার বাম পায়ের নুপুর। তবে দুজন ছোট বড় হয়ে আমার পায়ের নুপুর হয়ে থাকবে।” এবং গুরু এবং শিষ্যের ভেদ বোঝাতে আমার বাম চরণের নুপূরটি বড় ও ডান চরণের নূপুরটি ছোট হবে। এরপর দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের সাথে সাথেই কংসের কারাগারে শিশু কৃষ্ণের শ্রীচরণে সেই নূপুরদ্বয় ‘কর্ণব’ আর ‘বিশ্বাবসু’ দৈবযোগে হাজির হয়ে ঠাঁই নিলেন। আদতে তাঁর নূপুরযুগল কর্ণব ও বিশ্বাবসুর প্রতি তাঁর অপরিসীম কৃপা ছাড়া আর কিছুই নয়।

5/5 - (1 vote)

This Post Has One Comment

  1. Bimalendu Barik

    Joy guru

Leave a Reply