পেঁচা কেন মা লক্ষীর বাহন?

সকল দেব দেবীই কোন না কোন বাহনে উপবিষ্ট হন। সনাতনী দেব দেবীদের এটি একটি সাধারন বৈশিষ্ট্য। কিন্তু কোন কোন দেবতার বাহন বড় অদ্ভুত। সেই দেবতার চরিত্র এবং বাহনের চরিত্র মেলানো কস্টকর হয়ে দাঁড়ায়। ঠিক তেমনই, ধন সম্পদের দেবী শ্রী বা লক্ষির বাহন বড় অদ্ভুত। কিভাবে পেচক বা পেঁচা শ্রীলক্ষীর বাহন হতে পারে? মনে প্রশ্ন জাগা অস্বাভাবিক নয়। তবে এই প্রশ্নের একটি সন্তোষজনক উত্তর ও আছে আমাদের কাছে। আজ জানাবো লক্ষীদেবীর বাহন পেঁচা হওয়ার কারন।

3.3/5 - (3 votes)
আরও পড়ুনঃ  রাম চরিত্রে অভিনয় করা ১৫ জন অভিনেতার আসল পরিচয় || 15 Actors Who Played The Character of Lord Rama ||

Leave a Comment

error: Content is protected !!