সরস্বতী পূজায় কি কি করতে হবে? কি কি করা যাবে না?

সরস্বতী পূজার আচার বিচার এবং কোন কোন কাজ নিষিদ্ধ : শুক্ল পঞ্চমী বা বসন্ত পঞ্চমীতে ধরাধামে অবস্থান করবেন বেদ প্রসবিনী মাতা বীণাপাণি। আমাদেরকে সুর, সঙ্গীত, বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান প্রদান করার জন্য মর্ত্যলোকে একদিনের জন্য আবির্ভূতা হন তিনি। সঙ্গত কারনেই বিদ্যার্থীদের কাছেই এই পূজার বিশেষ গুরুত্ব থাকলেও, তিনি আপামর বাঙালীর কাছে পরম পূজ্য। তাই জেনে না জেনে স্বরস্বতী পুজার দিনে আমরা অনেক কিছুই করে থাকি যা মাতাকে অসন্তুষ্ট করে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন সরস্বতী পুজায় কি কি করলে মা সরস্বতীর আশির্বাদে আপনার জীবন সাফল্যমন্ডিত হয়ে উঠবে এবং কি কি করলে মায়ের আশির্বাদের পরিবর্তে আপনার ভাগ্যে জুটতে পারে তাঁর অভিশাপ।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  গুরু কে? গুরুজনদের চরন স্পর্শ করে প্রনাম করা হয় কেন?

Leave a Comment

error: Content is protected !!