You are currently viewing পুরীর জগন্নাথ দেব অদ্ভুত এবং ঠুঁটো কেন?

পুরীর জগন্নাথ দেব অদ্ভুত এবং ঠুঁটো কেন?

পুরীর Jagannath / জগন্নাথকেই বলা হয় ‘ঠুঁটো জগন্নাথ’। কারণ, মূর্তিতে কোনও হাত নেই। তাছাড়া এই মূর্তির আরও বিশেষত্ব আছে, ভারতের সমস্ত বিগ্রহই কোনও না কোনও ধাতুর তৈরি। একমাত্র পুরীর এই জগন্নাথের বিগ্রহ নিম কাঠের তৈরি। বিগ্রহের আকারও বিচিত্র। চৌকো মাথা, বড় বড় চোখ এবং অসম্পূর্ণ হাত। এখানেই শেষ নয়। ভারতের মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহের বিসর্জন হয় না। কিন্তু এই জগন্নাথ দেবের মূর্তি বদলানো হয় প্রতি ১২ বছর অন্তর। যাইহোক জগন্নাথের এই অসম্পূর্ণ হাতের পিছনে চলতি অনেক গল্প রয়েছে। কিন্তু আসল কারণটি ভিন্ন। আজ জানব জগন্নাথকে এমন অদ্ভুত দর্শন ও ঠুটো করে রাখার আসল কারন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  আরতি কি ও কেন করা হয়? আরতির উপকরণ || সময় || নিয়ম || কারন, গুরুত্ব ও মাহাত্ম্য || Aarti in Hinduism

Leave a Reply