প্রিয় দর্শক, রহস্যে ঘেরা অলৌকিক মনকামনা মন্দিরে (Manakaman Temple Nepla) আজ আপনাকে নিয়ে যাব।স্বর্গীয় আভা বেষ্টিত এক অপরূপ ভুখন্ড নেপাল। একদিকে যেমন হিমালয়ের মত পাহাড় পর্বত, আকা বাঁকা পাহাড়ী নদী একে বেষ্টন করেছে অন্যদিকে সুদুর রামায়নের যুগ থেকে ঐশ্বরিক ইন্দ্রজাল ছড়িয়ে ছিটিয়ে আছে প্রকৃতির আনাচে কানাচে। দেবী সীতার পিতৃভূমি মিথিলা ছিল এই নেপালেই। এছাড়াও পৌরাণিক পশুপতিনাথ মন্দির, পবিত্র শাক্তিপীঠ দন্তকালী মন্দির, হিন্দু ও বৌদ্ধ ধর্মের সমন্বয়ে গঠিত স্বয়ম্ভুনাথ স্তুপ, মাতা সীতার স্মৃতিবিজড়িত জনকপুর মন্দির,ও প্রাচীন প্যাগোডা শৈলীর চাঙ্গুনারায়ন মন্দির যুগ যুগ ধরে শোভাবর্ধন করে চলেছে সনাতন ইতিহাস ও সংস্কৃতির। এদের মাঝে অন্যতম প্রাচীন, দুর্গম ও পবিত্র তীর্থ মাতা মনকামনা দেবীর মন্দির। পাহাড়ের চুড়ায় অবস্থিত এই মন্দির ও এর অধিষ্ঠাত্রী দেবীকে এক পলক দেখে মনস্কামনা পুর্ণ করার উদ্দশ্যে ১২ মাসই এখানে নামে মানুষের ঢল। এদের কেউ ভক্ত আবার কেউ বা পর্যটক। তবে দেবীর কাছে এসবের কোন বাছ বিচার নেই। মন থেকে কামনা করলে কাউকেই খালি হাতে ফেরান না তিনি, আর এই কারনেই তিন মাতা মনকামনা। প্রিয় দর্শক, রহস্যে ঘেরা অলৌকিক মনকামনা মন্দিরে আজ আপনাকে নিয়ে যাব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি, আপনার জ্ঞানতৃষ্ণা অবশ্যই পরিতৃপ্ত হবে।