বিশ্বের সবচেয়ে ধনী মন্দির, সম্পদ পাহারা দেন নাগরাজ

পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির কোনটি? আজ্ঞে হ্যা, এটিও অবস্থিত আমাদের ভারতে। দক্ষিণ ভারতের কেরলের তিরুঅনন্তপুরমের ‘পদ্মনাভস্বামী মন্দির’ নামেই পরিচিত এটি। বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের তকমা এ মন্দিরের দখলে। এই মন্দিরে স্বর্ণের গয়না, হীরের হার, মণি-মুক্তার এক বিশাল সম্ভার রয়েছে মন্দিরের এক গুপ্ত ঘরে; যেখানে মানুষ প্রবেশ করতে পারে না। কারণ এ সম্পদ পাহারা দেয় স্বয়ং নাগরাজ। এমন কথাই প্রচলিত রয়েছে এখানকার মানুষের মুখে মুখে। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের সম্পত্তির হিসাব নিকাশের সেই রোমহরর্ষক ঘটনাটি।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কে এই সুধাংশু ত্রিবেদী? Life History of Sudhanshu Trivedi Explained in 5 Minutes

Leave a Comment

error: Content is protected !!