রাধা কে?|| রাধার জন্মরহস্য|| শ্রীকৃষ্ণ ও আয়ান ঘোষের সাথে কি সম্পর্ক তার?|| Radha Krishna|| পুরাণ-কথা অনুযায়ী, কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধা-কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধা-রূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গীনি হতেই মর্ত্যে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি? এছাড়াও রাধা কৃষ্ণের প্রেম ও রাসলীলা নিয়ে সমাজে ছড়িয়ে পড়েছে নানাবিধ মুখরোচক গল্প। এসব গল্প যে কতটা ভিত্তিহীন তা এই ভিডিওটি শেষ অব্দি দেখবেন।