কেন ও কিভাবে ধারন করবেন রুদ্রাক্ষ?

ভগবান শিবের আরেক নাম রুদ্র এবং অক্ষ বা অক্ষি হল চোখ বা নয়ন। আমরা যে গোলাকার অমসৃণ বস্তুটি বিভিন্ন কারনে আমাদের শরীরে ধারন করি তাঁর নাম রুদ্রাক্ষ। ভগবান শিবের চোখের জল থেকে সৃষ্টি হওয়ার কারনে এর নাম রুদ্রাক্ষ।এটি আসলে একটি গাছের বীজ। যা হিমালয় পর্বদতের অনেক উচ্চতায় পাওয়া যায়। পৌরাণিক কথন ও বিজ্ঞানীদের মতে রুদ্রাক্ষ অসাধারণ সব গুনে ভরা। মুনি ঋষিরা যারা হিমালয়ের গভীর পাহাড়ে ধ্যান করেন তারা রুদ্রাক্ষের বহু গুনের ব্যাপারে পরিচিত। হিমালয় অঞ্চলে গাছ কাটার ফলে বর্তমানে কমে গেছে রুদ্রাক্ষের উৎপাদন। অপরদিকে রুদ্রাক্ষের চাহিদাও বাড়ছে দিনে দিনে। বলা হয় রুদ্রাক্ষ মালার গুনাগুন বলে শেষ করা যায় না। মুনি ঋষি থেকে শুরু করে সাধারণ মানুষও ধারন করে থাকেন রুদ্রাক্ষ। কিন্তু রুদ্রাক্ষ ধারনে কি ফল পান তারা?

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  দুর্বাসাঃ রাগী ঋষির আসল পরিচয়, শেষ পরিনতি।

Leave a Comment

error: Content is protected !!