You are currently viewing মা লক্ষ্মী  ঘরে আসার আগে আপনাকে পাঠান এই ৭ সংকেত

মা লক্ষ্মী ঘরে আসার আগে আপনাকে পাঠান এই ৭ সংকেত

মা লক্ষ্মী আসার ঘরে আগে আপনাকে পাঠান এই ৭ সংকেত Mata Laxmi: দেবী শ্রীলক্ষীকে বশ করে আজীবন ঘরে রাখতে চান সবাই। ভারতীয় নারীরা প্রতি বৃহস্পতিবার লক্ষীপুজা করে, ব্রত কথা পড়ে, প্রতিদিন বাসী বস্ত্র ত্যাগ করে সুর্যদয়ের পুর্বে বাড়ির উঠানে গোবর জলের ছড়া দিয়ে, সন্ধ্যায় উলুধ্বনি-শঙ্খধ্বনি করে ধনেশ্বরীকে রাখতে চান আপন গৃহের অন্দরে। কিন্তু লক্ষী চঞ্চলা। তাকে বশে রাখাই সবচেয়ে দুঃসাধ্য। আর যারা এই দুঃসাধ্য কাজটি করতে পারেন তাদের আঙিনা ভরে ওঠে ধন-ধান্যে-পুষ্পে। ঐশ্বর্য- মনি- কাঞ্চনে ফুলে ফেঁপে ওঠে তাদের চারপাশ। বিষ্ণুপুরান বলছে, দেবী শ্রীলক্ষী আপনার কাছে ধরা দেওার আগে আপনাকে পাঠান ৭ টি সংকেত। অর্থাৎ, এই সাতটি সংকেত দিয়েই আপনাকে বুঝিয়ে দেওয়া হয়, আপনিও হতে চলেছেন মাতা লক্ষীর কৃপাধন্য একজন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তাহলে চলুন দেখা যাক সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীদের মধ্যে আপনিও মাতা লক্ষীর কৃপাধন্য হতে চলেছেন কি না।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  কালিদাস পণ্ডিতঃ দেবীর বরে গণ্ডমূর্খ থেকে মহাকবি

Leave a Reply