You are currently viewing সিঁদুর পরছেন? মন্ত্র জানেন তো? সিঁদুর মন্ত্র || Vermilion Wearing Mantra || Sindoor Mantra ||

সিঁদুর পরছেন? মন্ত্র জানেন তো? সিঁদুর মন্ত্র || Vermilion Wearing Mantra || Sindoor Mantra ||

সিঁদুর পরছেন? মন্ত্র জানেন তো? সিঁদুর মন্ত্র || Vermilion Wearing Mantra || Sindoor Mantra || সিঁদুর বা sindoor পরিধান ও প্রলেপন করার মন্ত্রসমুহ: হাতে শ্বেত শাঁখা, সিথিতে রক্তিম সিদুর আবহমান বাঙ্গালী সাধ্বী রমনীর চিরায়াত অলংকার। একজন সাধারন নারী শুধুমাত্র শাঁখা সিঁদুর পরিধান করেই স্বর্গীয় আভা আনয়ন করে নিজের রুপে, অস্তিত্বে। প্রতিদিন স্নান সেরে আধভেজা সিথিতে নারী যখন সিঁদুর পরিধান করে সে দৃশ্য হার মানায় পার্থীব সব সৌন্দর্যকে। এই সিঁদুর পরার রয়েছে আধ্যাত্মিক, ধর্মীয় ও বৈজ্ঞানিক কারন । এই কারনগুলো আপনারা সবাই জানেন। কিন্তু আপনারা যা জানেন না তা হল সিঁদুর পরিধান মন্ত্র। সিথিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি, শঙ্খ , বস্ত্র প্রভৃতি বস্তুতে সিদুরের প্রলেপ দেওয়া হয় বিভিন্ন পুজা পার্বনে। আজ আপনাদের জন্য রইল সেই সকল মন্ত্রসমুহ।

3/5 - (2 votes)
আরও পড়ুনঃ  কি ঘটছে ভারতের রহস্যময় মন্দিরগুলিতে? || 10 Mysterious Temples of India || Part - 1 ||

Leave a Reply