গুরু কে? গুরুজনদের চরন স্পর্শ করে প্রনাম করা হয় কেন?

গুরু কে? গুরুজনদের চরন স্পর্শ করে প্রনাম করা হয় কেন? Who is Guru in Hinduism? সনাতনের সৌন্দর্য এর বৈচিত্রতায়। আমাদের আছে শাক্ত, শৈব, বৈষ্ণবসহ নানাবিধ সম্প্রদায় , আছে দ্বৈত, অদ্বৈত, ও বিশিষ্টাদ্বৈতসহ বিভিন্ন মতবাদ, আরও আছে বিভিন্ন মার্গ যেমন জ্ঞান, কর্ম, ভক্তি, রাজযোগ ইত্যাদি। এছাড়াও বেদ, ভগবতগীতা, উপনিষদসহ নানাবিধ পবিত্র গ্রহ্নথে ভরপুর আমাদের সনাতন ধর্ম। স্বাভাবিকভাবেই এই সকল মত, পথ, সম্প্রদায় ও ধর্মীয় গ্রহ্নথগুলোর সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে ঈশ্বরের নিকট পৌছাতে হবে। যার ফলে অভিজ্ঞ গুরুর আশ্রয় না নিলে সাধারণ মানুষ ভুল পথে পরিচালিত হয়ে নাস্তিক বা ধর্মান্তরিত হবে এটাই স্বাভাবিক। অন্যদিকে সনাতন ধর্মের বিশেষ কিছু পদ্ধতি আছে যা বিশেষজ্ঞের সহায়তা ছাড়া অর্জন করা অসম্ভব যেমন -প্রাণায়াম, সমাধী ইত্যাদি। সুতারাং উপযুক্ত গুরুলাভ সনাতন ধর্মের প্রাথমিক সোপান। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচ্য বিষয় গুরু কে? গুরুর গুনাবলি এবং গুরুর প্রয়োজনীয়তা। পাশাপাশি, ভারতীয় সংস্কৃতিতে গুরুজনদেরকে কেন পায়ে হাত দিয়ে প্রনাম করতে হয় সে বিষয়টিও থাকছে আজকের আলোচনায়। আশা করি, সম্পুর্ণ ভিডিওটি দেখলে, আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তর প্রাপ্তির পাশাপাশি আপনার জীবনে একজন সদ্গুরুর কি প্রয়োজনীয়তা তা উপলব্ধি করতে পারবেন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  মহালয়া - মহিষাসুরমর্দিনির বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র || জানুন তাঁর জীবনের করুণ ইতিহাস || Birendra Krishna

Leave a Comment

error: Content is protected !!