শিবের নাম চন্দ্রশেখর কেন? Why Shiva is called Chandrashekhar? শিবের মাথায় বাঁকা চাঁদ কেন? : চন্দ্রকে নিজের শিখর বা মাথায় স্থাপন করার কারনে শিব চন্দ্রশেখর। তাঁর যে কোনও মূর্তি কল্পেই দেখা যায়, তাঁর মাথায় শোভা পাচ্ছে অর্ধচন্দ্র। ঠিক কেন এই কল্পনা, এর ব্যাখ্যা পেতে হলে আপনাকে প্রবেশ করতেই হবে পুরাণ কাহিনিতে। কেবল ‘শিব পুরাণ’ নয়, মহাদেবের ‘চন্দ্রশেখর’ হওয়ার কাহিনি উল্লিখিত রয়েছে অন্যান্য অনেক পুরাণেই। চলুন জেনে নেওয়া যাক সেই সব কাহিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।