You are currently viewing শ্রীকৃষ্ণ কেন ময়ূর পেখম পরিধান করেন? Why Krishna Wears Peacock Feathers? Radha Krishna Story

শ্রীকৃষ্ণ কেন ময়ূর পেখম পরিধান করেন? Why Krishna Wears Peacock Feathers? Radha Krishna Story

শ্রীকৃষ্ণ কেন ময়ূর পেখম পরিধান করেন? Why Krishna Wears Peacock Feathers? Radha Krishna Storyঃ শ্রীকৃষ্ণের মাথায় থাকে ময়ূরের পেখম বা পালক। কিন্তু কেন? জগত সংসারের প্রতিপালক শ্রীবিষ্ণুর অবতার মনমোহন শ্রীকৃষ্ণ। তার মোহনীয় রূপে বিমুগ্ধ হত সমগ্র ব্রজবাসী। ঘন কৃষ্ণবর্ণ মেঘের মত তার চেহারা, লালচে ঠোঁটে সবসময় যেন একটা দুষ্টু বাঁকা হাসি লেগেই আছে। ঊজ্জ্বল দীপ্তীতে উদ্ভাসিত তার নয়ন, মুখমন্ডলের চারপাশে বিন্যাস্ত গভীর কাল কোঁকড়ানো কেশের বাহার। তার শরীরে ভুষিত পীতবর্ণ বসন এবং বক্ষ্ মাঝে শোভা পায় শক্তিশালী কৌস্তভ রত্ন। শ্রীকৃষ্ণের এই রুপ বর্ণনার চুম্বক অংশ হল তার মাথায় শোভা পাওয়া ময়ূরের পালকটি। এর কারনেই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় মোরমূর্তিধারী । বেশিরভাগ ভক্তের কাছে ময়ূরের এই পালক প্রায় ততটাই প্রতীকি বা দর্শনীয় যেমনটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। শ্রদ্ধার সাথে ভক্তেরা তাই শ্রীকৃষ্ণকে “মর্মকুটধারী” বলেও সম্বোধন করে থাকেন। কিন্তু জানেন কি, কি কারনে ব্রজের গোপাল অন্য সবকিছু ছেড়ে ময়ুরের পালককে তার মুকুটে স্থান দিয়েছিলেন? বস্তুত এ এক আনন্দময় আখ্যান। আসুন আজ আমরা এই আখ্যান শ্রবন করে কৃষ্ণজ্ঞানে সমৃদ্ধ হই।

4/5 - (1 vote)
আরও পড়ুনঃ  মৃত্যুর পূর্বে যমরাজ আমাদেরকে পাঠান ৪টি চিঠি || 4 Letters of Yamraj before Death ||

Leave a Reply