মহাদেবের কৈলাসের ৯ অমীমাংসিত রহস্য || 9 Unsolved Mysteries of Kailash Mountain of Shiva

মহাদবের কৈলাসের ৯ অমীমাংসিত রহস্য || 9 Unsolved Mysteries of Kailash Mountain of Shiva. এমাজনের মত গহীন জঙ্গল, পিরামিডের মত প্রাচীন রহস্য এবং এভারেস্টের মত সুউচ্চ পর্বতশৃংগ মানুষ জয় করেছে অনেক আগেই। কিন্তু এখনও পর্যন্ত যে গুটি কয়েক রহস্য বিজ্ঞানও কোন সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে নি, কৈলাস পর্বত তার মধ্যে একটা। এ জগতের শ্বাস্বত দৃশ্যগুলোর মধ্যে অমুল্য রত্নের ভান্ডার বলা হয় কৈলাস পর্বতকে। পৃথিবীর স্তম্ভ নামে খ্যাত কৈলাস পর্বত সনাতন হিন্দুদের কাছে একাধারে পবিত্র তীর্থ, দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আবাস্থল এবং রহস্যময় ও অজেয় এক পর্বতশৃঙ্গ। এ এক বিষ্ময়কর বিষ্ময়। যুগ যুগ ধরে মানুষ জানার চেষ্টা করেছে কে বাস করেন কৈলাসে, কেন আজও কেউ ঊঠতে পারেনি এই পর্বতে, এটা কি সত্যি কোন পিরামিড, কেন মানস সরোবর ও রাক্ষস তালের চরিত্র পরষ্পর বিপরীতমুখী? এছাড়াও অন্তত ডজনখানেক রহস্য জড়িয়ে আছে এই পর্বতকে ঘিরে যা এই অতি আধুনিক যুগেও অতিপ্রাকৃত শক্তিরুপে মানুষের মুখে মুখে চলমান। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যেতে চাই নিবিড় রহস্যের মায়াজালে ঘেরা এই প্রাকৃতিক ও আধ্মাত্যিক বিষ্ময়ের দ্বারপ্রান্তে, খোজার চেষ্টা করতে চাই আপনার আমার মনে জমে থাকা সেই সব প্রশ্নগুলোর উত্তর। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  গণেশের প্রতি তুলসীর একতরফা প্রেম, পরিণতি পেল অভিশাপ-পাল্টা অভিশাপে || Ganesh & Tulsi: Love and Curse

Leave a Comment

error: Content is protected !!