মা কালী নগ্ন কেন?

মা কালী নগ্ন কেন? Secrets of Kali Maa|| Kali Mata : বাংলার অন্যান্য দেবদেবীর নিরিখে কালীমূর্তি একেবারেই স্বতন্ত্র। এ ভূমি অসুর সংহারী দেবী দুর্গাকেও ঘরের মেয়ে উমা করে নিয়েছে। অসুর বধের মূর্তি পূজিতা হলেও মনে মনে সে জানে, মেয়ে এসেছে বাপের বাড়ি। এহেন বঙ্গভূমিতেই যে কালীমূর্তির পূজার প্রচলন আছে তা বেশ অন্যরকম। একদিকে খড়্গ, নরমুণ্ড, রক্তের মতো অনুষঙ্গ, অন্যদিকে বরাভয় প্রদানকারিণী মা। আবার তিনি বিবসনাও। এরকমই বৈপরীত্যের সমাহার কালী মূর্তিতে। কিন্ত কেন এই রহস্য ঘিরে আছে কালীমূর্তিকে? এই রহস্যের বেড়াজাল ছিন্ন করার এই খুদ্র প্রয়াস উপস্থাপিত আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

5/5 - (1 vote)
আরও পড়ুনঃ  রামায়ণের সেরা ১০ জন যোদ্ধা কারা? এবং এদের মধ্যেই বা কে শ্রেষ্ঠ? || 10 Greatest Warriors of Ramayana

Leave a Comment

error: Content is protected !!