শনির সাড়ে সাতি থেকে নিশ্চিত মুক্তির উপায়

শনির সাড়ে সাতি থেকে মুক্তি লাভের ১০০% কার্যকর উপায়গুলো জেনে নিন। Shani sare sati : আপনাদের অসংখ্য অনুরোধে এবং বাধ্য হয়েই ভয়ংকর একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি আজ। আজ্ঞে হ্যাঁ, শনির সাড়ে সাতি হচ্ছে সেই ভয়ংকর বিষয়টি। এটাকে ভয়ংকর বিষয় বলার কারন শুধুমাত্র তারাই বুঝবেন যারা শনিদেবের সাড়ে সাতির প্রকোপ ভোগ করেছেন বা করছেন। পারিবারিক, অর্থনৈতিক, শিক্ষা ও ব্যাক্তিগত জীবনে যারা পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছেন, প্রচুর পরিশ্রম করেও সফলতার বিন্দুমাত্র অর্জন করতে পারছেন না, পরিবার, সম্পর্ক ও সমাজে গুরুত্বহীন হয়ে পড়েছেন এবং সর্বোপরী বেচে থাকার আশা হারিয়ে ফেলছেন তাদের জন্য এই ভিডিওটি হতে পারে জীবনের পট পরিবর্তনের হেতু বা কারন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জেনে নিন শনির সাড়ে সাতির প্রভাবমুক্ত হওয়ার জন্য বা প্রতিকার করার জন্য বৈদিক জ্যোতিষ শাস্ত্র আপনার রাশি অনুযায়ী আপনাকে কি কি অব্যার্থ পরামর্শ দিয়েছে।

ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম। উর্বারুকমিববন্ধনান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ স্বাহা। ভাবার্থ — হে সৃষ্টিকর্তা, ধর্তা ও হর্তা পরমাত্মন! তুমি আমাদের জন্য সুগন্ধিত, পুষ্টিকারক তথা বলবর্ধক ভোগ্য বস্তু দান করো। আমরা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিসহকারে তোমার ভজন করি। হে দেব! আমরা পূর্ণায়ু ও পূর্ণভোগ করেই যেন এই শরীর রূপী বন্ধন থেকে মুক্ত হতে পারি। ব্যাখ্যা — খরমুজ পাকলেই বিনা কষ্টে সে তার ডাল থেকে মুক্ত হয়ে যায়। হে প্রভো! আমরা যেন এই জন্ম-মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে কিন্তু তোমার অমৃতময়ীস্নেহ থেকে যেন বিমুখ না হই। তোমার অমৃতধারার বরদ হস্ত সদা যেন আমাদের উপরে থাকে।

মহামৃত্যুঞ্জয় স্তোত্রং ==============

চন্দ্রার্কাগ্নিবিলোচনং স্মিতমুখং পদ্মদ্বয়ান্তস্থিতং

মুদ্রাপাশমৃগাক্ষসত্রবিলসত্পাণিং হিমাংশুপ্রভম্ |

কোটীন্দুপ্রগলত্সুধাপ্লুততমুং হারাদিভূষোজ্জ্বলং

কান্তং বিশ্ববিমোহনং পশুপতিং মৃত্যুঞ্জযং ভাবয়েত্ ||

রুদ্রং পশুপতিং স্থাণুং নীলকণ্ঠম উমাপতিম্ |

নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১||

আরও পড়ুনঃ  যে ৫ কারনে মানুষের আয়ু কমে যায় - গরুড় পুরাণ || 5 Deeds That Reduces Life - Garuda Purana ||

নীলকন্ঠং কালমূর্ত্তিং কালজ্ঞং কালনাশনম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ২||

নীলকণ্ঠং বিরূপাক্ষং নির্মলং নিলয়প্রদম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৩||

বামদেবং মহাদেবং লোকনাথং জগদ্গুরুম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৪||

দেবদেবং জগন্নাথং দেবেশং বৃষভধ্বজম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৫||

ত্র্যক্ষং চতুর্ভুজং শান্তং জটামকুটধারিণম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৬||

গঙ্গাধরং মহাদেবং সর্বাভরণভূষিতম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৭||

ভস্মোদ্ধূলিতসর্বাঙ্গং নাগাভরণভূষিতম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৮||

অনন্তমব্যযং শান্তং অক্ষমালাধরং হরম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ৯||

আনন্দং পরমং নিত্যং কৈবল্যপদদায়িনম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১০||

অর্দ্ধনারীশ্বরং দেবং পার্বতীপ্রাণনায়কম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১১||

প্রলয়স্থিতিকর্ত্তারমাদিকর্ত্তারমীশ্বরম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১২||

ব্যোমকেশং বিরূপাক্ষং চন্দ্রার্দ্ধকৃতশেখরম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৩||

গঙ্গাধরং শশিধরং শঙ্করং শূলপাণিনম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৪||

অনাথঃ পরমানন্তং কৈবল্যপদগামিনি | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৫||

স্বর্গাপবর্গদাতারং সৃষ্টিস্থিত্যন্তকারণম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৬||

কল্পায়ুর্দ্দেহি মে পুণ্যং যাবদায়ুররোগতাম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৭||

শিবেশানাং মহাদেবং বামদেবং সদাশিবম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৮||

উত্পত্তিস্থিতিসংহারকর্তারমীশ্বরং গুরুম্ | নমামি শিরসা দেবং কিং নো মৃত্যুঃ করিষ্যতি || ১৯||

ফলশ্রুতিঃ

মার্কণ্ডেযকৃতং স্তোত্রং যঃ পঠেচ্ছিবসন্নিধৌ | তস্য মৃত্যুভয়ং নাস্তি নাগ্নিচৌরভযং ক্বচিত্ || ২০||

শতাবর্ত্তং প্রকর্তব্যং সংকটে কষ্টনাশনম্ | শুচির্ভূত্বা পথেত্স্তোত্রং সর্বসিদ্ধিপ্রদায়কম্ || ২১||

মৃত্যুঞ্জয় মহাদেব ত্রাহি মাং শরণাগতম্ | জন্মমৃত্যুজরারোগৈঃ পীডিতং কর্মবন্ধনৈঃ || ২২||

আরও পড়ুনঃ  ব্রহ্মা কি সত্যিই তাঁর কন্যা দেবী সরস্বতীকে বিবাহ করেছিলেন? Did Brahma Really Married His Daughter?

তাবকস্ত্বদ্গতঃ প্রাণস্ত্বচ্চিত্তোঽহং সদা মৃড | ইতি বিজ্ঞাপ্য দেবেশং ত্র্যম্বকাখ্যমনুং জপেত্ || ২৩||

নমঃ শিবায় সাম্বায় হরয়ে পরমাত্মনে | প্রণতক্লেশনাশায় যোগিনাং পতয়ে নমঃ || ২৪||

|| শ্রীমার্কণ্ডেযপুরাণে মার্কণ্ডেযকৃত মহামৃত্যুঞ্জয়স্তোত্রং সম্পূর্ণম্ ||

পৌরাণিক মন্ত্র

নীলাঞ্জনসমাভাসং রবিপুত্রং যমাগ্রজম্। ছায়ামার্তণ্ডসম্ভূতং ত্বং নমামি শনৈশ্চরম্।।

মন্ত্র

ওঁ শং শনৈশ্চরায় নমঃ গায়ত্রী মন্ত্র: ওঁ সূর্যপুত্রায় বিদ্মহে মৃতুরূপায় ধীমহি তন্নোঃ সৌরিঃ প্রচোদয়াৎ।

প্রণাম মন্ত্র: নীলাঞ্জনচয়প্রখ্যং রবিসূতং মহাগ্রহম্। ছায়াং গর্ভসম্ভুতং বন্দে ভক্ত্যা শনৈশ্চরম।।

5/5 - (1 vote)

Leave a Comment

error: Content is protected !!