কোন দেবতা কোন ফুলে তুষ্ট?

কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন?যে ফুলে সন্তুষ্ট হন তাকে সেই ফুল দিয়েই পুজা করা উচিত (Flower Preferences of Hindu Gods and Goddesses)। কথাটি ভিন্নার্থে ব্যাবহৃত হলেও প্রকৃতপক্ষে এর সরাসরি একটা অর্থও আছে। আমরা ক্ষুদ্র মনুষ্য হওয়ার স্বত্বেও, আমাদের প্রত্যেকেরই রয়েছে আলাদা রুচি, চাহিদা ও পছন্দ। সুতারাং সনাতনী দেব দেবীদের আলাদা পছন্দ ও উপাসনা পদ্ধতি থাকাটা অবান্তর নয়। প্রত্যেক হিন্দু পরিবারেই কিছু না কিছু পুজোর রীতি প্রচলিত আছে। ঠাকুর ঘরে হোক কিংবা মন্দিরে, দেবতার পুজোর প্রধান উপকরণ হল ফুল। তবে প্রত্যেক দেবতার জন্য বরাদ্দ থাকা উচিৎ আলাদা আলাদা ফুল। কারণ সব দেবতা সব ফুলে সন্তুষ্ট হন না। প্রাচীন উপকথা ও পুঁথিতে উল্লেখ রয়েছে, আমাদের মতই দেব-দেবীদেরও পছন্দের খাবার, দিন, রঙ ও পছন্দের ফুল রয়েছে। সেই মতো তাদের পুজো করার রেওয়াজও চালু রয়েছে। আমরা নিজেদের মঙ্গল কামনায় দেবদেবীর পুজো করলেও আমাদের মধ্যে অনেকেই জানি না, কোন দেবতা কোন ফুলে সন্তুষ্ট হন বা কোন ফুল পছন্দ করেন। এটা অবশ্যই জেনে রাখা দরকার, কারণ আপনি যদি দেবতার অনুগ্রহ লাভ করতে চান তাহলে আপনাকেও দেবতার পছন্দসই বস্তুটিই নিবেদন করতে হবে। অনেক ক্ষেত্রেই, আমাদের অজ্ঞতার কারনে, সমস্ত বিধি মেনে ও উপাচার অর্পন করেও দেবতার পুজায় বিশেষ কোন ফল মেলে না। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে জেনে নিন আপনার আরধ্যের পছন্দের ফুল কোনটি।

3/5 - (2 votes)
আরও পড়ুনঃ  কেমন যাবে ২০২৫ সালের দুর্গাপূজা? সময় নির্ঘণ্ট || মহালয়া || গমনাগমন || আবহাওয়া || Durga Puja 2025 ||

Leave a Comment

error: Content is protected !!